নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে কমবেশি লকডাউন চলছে। এখনও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদা স্টেশনে গড়ে প্রতিদিন প্রায় ১৫ লক্ষ যাত্রী যাতায়াত করে। একাধিক লোকাল ও মেইল-এক্সপ্রেস ট্রেন নিয়মিত আসে-যায়। এখন সপ্তাহে দুটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চলছে। এছাড়া, রেলের কর্মীদের জন্য রয়েছে স্পেশাল লোকাল ট্রেন। তবে লকডাউনে শিয়ালদা প্লাটফর্ম চত্বর এক রকম যাত্রী শূন্য বলাই যায়। আর এই সুবর্ণ সুযোগটাকেই কাজে লাগাচ্ছে রেল কর্তৃপক্ষ। ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদা স্টেশনকে।
লকডাউনের মাঝেই বদল হয়েছে শিয়ালদা স্টেশনের প্লাটফর্মের নম্বর। এবার প্লাটফর্ম চত্বরের রূপের আমূল বদল ঘটছে। লকডাউনেই নতুন ভাবে সাজছে শতাব্দী প্রাচীন এই রেল স্টেশন। ম্যারম্যারে থেকে ঝাঁ চকচকে ও আকর্ষণীয় রূপ দিতে জোরকদমে চলছে কাজ। গড়ে উঠছে ফ্যামিলি শপিং মলও। করোনা আবহে থার্মাল চেকিং-য়ের জন্য স্বয়ংক্রিয় যন্ত্র তো রয়েছেই।
আরও পড়ুনঃ সাগরদত্ত হাসপাতালের সুপারকে বদলি
গ্রানাইট ফ্লোরিং থেকে ফলস সিলিং, লাইটিং, অসাধারণ আঁকা ছবি সহ নানা উপকরণে সেজে উঠছে এই স্টেশন। জানা গিয়েছে, এক নম্বর প্লাটফর্মের দিকে টিকিট কাউন্টার ও প্রবেশ পথও বন্ধ করার পরিকল্পনা রয়েছে রেলের। তবে আগের শিয়ালদা প্ল্যাটফর্ম আর নবরূপে সেজে ওঠার পরের চিত্র দেখলে যাত্রীরা অবাক হতে বাধ্য।
আরও পড়ুনঃ করোনায় প্রয়াত বন্ধু ‘দেবদত্তা’-র নামে বাংলোর নাম রাখলেন বিডিও
শিয়ালদা স্টেশনের মেইন গেট থেকে ঢুকলেই গ্রানাইট ফ্লোরিং। তাছাড়া ফলস সিলিং, লাইটিং সহ নানা ধরনের কাজ চলছে। আগে যে বাফারগুলির দিকে তাকালে ভক্তি হত না, অবাকদৃষ্টিতে এখন সেদিকেই তকিয়ে থাকতে হবে। বাফারগুলি রেলিং দিয়ে ঘেরা হয়েছে। সেখানেও আঁকা রয়েছে মুগ্ধ করা রঙবেরঙের ছবি। দেওয়ালেও সব অসাধারণ ছবির আঁকিবুঁকি। এখনও কিছু বাকি রয়েছে।
শিয়ালদার স্টেশন ম্যানেজার বিজয় সিং বলেন, “লকডাউনে প্ল্যাটফর্ম চত্বর ঢেলে সাজানোর কাজ চলছে। নানা জায়গায় রাখা হয়েছে গ্রানাইট ফ্লোরিং থেকে অসাধারণ পেইন্টিং। ফ্যামিলি শপিং মলও হচ্ছে। বাইরে ঝুলন্ত বাগান তো ছিলই। এবার ভিতরে পাঁচ নম্বর প্লাটফর্ম সংলগ্ন বাগান আরও সাজানো হয়েছে।” শিয়ালদা স্টেশনের এই নয়া রূপ দেখলে মুগ্ধ হবেন যে কেউ। স্টেশনের নতুন সাজ দেখলে যাত্রীদের ভ্রমণের সঙ্গে মনমেজাজও সতেজ হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584