তেলের খোঁজে শুরু অনুসন্ধান ঘাটালে

0
65

নিজস্ব সংবাদদাতা,ঘাটালঃ

searching for oil exploration started
অনুসন্ধান।নিজস্ব চিত্র

ঘাটাল থানার দেওয়ানচক ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ জায়গাজুড়ে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের অধীন ও এন জি সি থেকে খনিজ তৈলের অনুসন্ধানে পরীক্ষা নিরীক্ষা শুরু হল। সংস্থার পক্ষ থেকে মাটি ও ভূগর্ভের মধ্যেকার খনিজ তৈলের অবস্থান বিভিন্ন ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
দেওয়ানচক-২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুকান্ত বাইরি জানান,তাঁর গ্রাম পঞ্চায়েত এলাকার শিমুলিয়া গ্রামে আজ থেকে খনিজ তৈলের অনুসন্ধানে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ওএনজিসি কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পাশের গ্রাম পঞ্চায়েতে এই সার্ভে সম্পন্ন হয়েছে।প্রথম পর্যায়ে ভূগর্ভে বিভিন্ন তরঙ্গ পাঠিয়ে অধিকর্তারা যদি মনে করেন এই এলাকায় খনিজ তৈল আছে তাহলেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।আজকের এই কর্মকাণ্ড দেখতে এলাকা ও এলাকার বাইরের প্রচুর মানুষ জড়ো হন।

আরও পড়ুন: ধান ক্রয়ে দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার জ্যোতিপ্রিয়র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here