নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কাঠের টুকরো দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিরুদ্ধে। মালদহের হব্বিপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি হালুয়া পাড়ায় রবিবার ঘটনাটি ঘটেছে।
স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলাকালীন অভিযুক্ত স্ত্রী কাঠের টুকরো দিয়ে স্বামীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হয়। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হব্বিপুর থানায় পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিফল মন্ডল(৪৫)। বাড়ি হব্বিপুর থানার শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে। পেশায় তিনি ভ্যান চালক। তার দুইটি বিয়ে।
গত প্রায় নয় মাস আগে গ্রামের এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করে। প্রথম পক্ষের স্ত্রীর তিন ছেলে মেয়ে রয়েছে। দ্বিতীয় পক্ষের স্ত্রী ঠানকা সরকারকে অাগের পক্ষের দুই ছেলে মেয়ে রয়েছে। ঠানকা সরকার মুড়ি ভেজে সংসার চলায়।বিফল মন্ডলের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর মাঝে মধ্যে বিবাদ হত।
আরও পড়ুনঃনেই পর্যাপ্ত আলো, এলাকায় বাড়ছে চুরি-ছিনতাই
রবিবার বিকেলে মুড়ি বিক্রি করে বাড়ি ফিরে আসে ঠানকা সরকার। সেই সময় বাড়িতে আসে বিফল মন্ডল। দুই জনের মধ্যে বিবাদ শুরু হয়। সেই সময় ঠানকা সরকার কাঠের টুকরো দিয়ে স্বামীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর। হব্বিপুর থানার পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584