কোচবিহারে দ্বিতীয় দিনেও জমজমাট সরস্বতী উৎসব

0
43

মনিরুল হক, কোচবিহারঃ

সরস্বতী পূজায় দ্বিতীয় দিনেও জমজমাট কোচবিহার। আমাদের প্রচলিত ও প্রতিষ্ঠিত বিশ্বাস বিদ্যার দেবী সরস্বতী। তাই স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজার প্রচলন রয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান গুলিতেই নয় ঘরে ঘরে এই পূজার আয়োজন হয়। বাণী বন্দনার আয়োজন হয়েছে সার্বজনীন ভাবে। সরস্বতী পূজায় উৎসবের এক অন্য চেহারা হয়। পঞ্জিকা মতে এবছর পূজা দুদিন। এই দুদিনই সরকারী ভাবে ছুটিও ঘোষণা হয়েছে।

নিজস্ব চিত্র

সরস্বতী পূজা উপলক্ষ্যে কচিকাচাদের ভিড় সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। এনএনপার্ক, রাজবাড়ি, রাজবাড়ি উদ্যান সহ পার্ক গুলিতে ছিল উপচে পরা ভিড়। কোচবিহার দেবত্র ট্রাষ্ট বোর্ড আয়োজিত সরস্বতী পূজা হয়েছে মদন মোহন বাড়িতেও। পূজা উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন। এইদিন অবশ্য কিশোর-কিশোরীদের বাঁধন ছাড়া উচ্ছ্বাস। পদ ঘাট গুলিতে ছিল মানুষের ভিড়।

নিজস্ব চিত্র

রোমিওদের সায়েস্থা করতে পথে নেমেছিল পুলিশ। প্রায় ৯৫টি বাইক আটক করে পুলিশ। কোচবিহার বার লাইব্রেরীতে সারস্বত উৎসবের আয়োজন হয়। শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে। এই নিয়ে জেলা সর্বত্রই উৎসবের আয়োজন হয়। মাথাভাঙ্গা নজরুল সদনে শুরু হয়েছে সারস্বত উৎসব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here