রাজ্যে করোনায় দ্বিতীয় মৃত্যু উত্তরবঙ্গের মহিলার

0
149

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে ফের মৃত্যু হল করোনায়। দমদমের প্রৌঢ়ের পর এই নিয়ে দ্বিতীয় মৃত্যু হল রাজ্যে। এখনও পর্যন্ত এ রাজ্যে ২১ জন আক্রান্তের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৯ জন।

second death of corona | newsfront.co
প্রতীকী চিত্র

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এবার মৃত্যু হল উত্তরবঙ্গের কালিম্পংয়ের সেই মহিলা রোগিণীর। ৪৪ বছর বয়স্ক মৃতা মহিলা কালিম্পংয়ের ওডেন রোডের বাসিন্দা।

গত কয়েকদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী। রবিবার রাত ২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গত ১৯ মার্চ তিনি চেন্নাই থেকে তাঁর মেয়ের চিকিৎসা করিয়ে ফিরেছেন। এরপরই তাঁর কাশি শুরু হয়। স্থানীয় চিকিৎসককে দেখালেও কয়েকদিনে না কমায় বিভিন্ন টেস্টের পর ২৬ মার্চ তাঁকে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এরপর শারীরিক অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় ২৭ মার্চ তার লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়।২৮ মার্চ সন্ধ্যায় রিপোর্ট আসে, করোনা পজিটিভ। কিন্তু ততক্ষণে অনেকটাই স্বাস্থ্যের অবনতি হয়েছে ওই মহিলার। এরপর তাকে কলকাতায় নিয়ে আসার চিন্তাভাবনা চললেও সেই সময়টুকুও দিলেন না তিনি। আচমকাই রবিবার রাতে মৃত্যু হল ওই মহিলার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here