শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
গতকাল মালদা ডিভিশনের যুব সংসদ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট খাদিমপুর হাইস্কুল। আজ সেই দ্বিতীয় পুরস্কারের ট্রফিটি আনন্দ উৎসাহের সাথে স্কুলের প্রধান শিক্ষকের হাতে তুলে দিল যুব সংসদে বিজয়ী বালুরঘাট খাদিমপুর হাইস্কুলের ছাত্ররা।
আরও পড়ুনঃক্যাব বিরোধী জনতার বিক্ষিপ্ত বিক্ষোভ অব্যাহত মুর্শিদাবাদে
জানা গেছে মালদা ডিভিশনের এই যুব সংসদে আটটি দল অংশ গ্রহন করে। আগামী ১০ই জানুয়ারী রাজ্যে প্রতিটি ডিভিশনের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দল রাজ্য স্তরীয় যুব সংসদে অংশ গ্রহন করবে বলে জানা গেছে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই প্রথম কোন স্কুল রাজ্য স্তরের যুব সংসদে অংশ গ্রহন করবে স্কুলের তরফে জানা গেছে। রাজ্যস্তরীয় যুব সংসদে স্কুলের ছাত্ররা অংশ গ্রহন করার সুযোগ পাওয়ায় খুশি স্কুলের ছাত্র থেকে শিক্ষক প্রত্যেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584