শীঘ্রই আসছে রাশেদ, রাকেশের লকডাউন প্রজেক্ট ‘কিছুদিন মনে মনে’

0
79

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

গোটা পৃথিবীকে এক নিঃশ্বাসে গিলেছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

rashed rahman | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

করোনা মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশেই লকডাউন জারি করা হয়েছে। সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দি হয়েছে প্রায় প্রত্যেকটি মানুষ। এক মাস একঘেয়েমিতে মোড়া রোজকার জীবনে হাঁফিয়ে উঠেছে দেশবাসী। এ যেন শুকনো মরুভূমি। এরকম একটি অস্বস্তিকর পরিস্থিতে শুকনো মরুভূমি পেল জলের সন্ধান। কী ভাবে? এবার বিষয়টি একটু বিস্তারিতভাবে বলি।

শীঘ্রই আসছে রাশেদ রহমান অভিনীত দ্বিতীয় মিউজিক ভিডিও ‘কিছুদিন মনে মনে’। লকডাউনের সময়ে বাড়িতে বসেই এই ভিডিওটি বানিয়েছেন রাশেদ ও তার বন্ধুরা। ‘কিছুদিন মনে মনে’ গানটি শোনা যাবে রাকেশ সূত্রধর-এর কণ্ঠে।

এর আগে সত্যজিৎ দাস পরিচালিত ‘পেইন্টিংস ইন দ্য ডার্ক’ ছবিতে অন্ধ চিত্রকরের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রাশেদকে। এ ছাড়াও সম্প্রতি রাশেদ ও তাঁর বন্ধুদের তৈরি ‘মনের পিঞ্জিরায়’ গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ্যে এসেছে। রাকেশ সূত্রধরের কণ্ঠে ইতিমধ্যেই এই গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে।

আরও পড়ুনঃ পর্যটক অভাবে যেন শূন্য হৃদয় শ্রীনগরের টিউলিপ পুষ্প উদ্যান

লকডাউনে স্বাস্থ্যকর্মীদের অবস্থা নিয়েই তৈরি হয়েছে রাশেদের এই নতুন মিউজিক ভিডিওটির চিত্রনাট্য। লকডাউনে ক্রিয়েটিভ মানুষরা বিভিন্নভাবে লোককে সাবধান করছে।

রাশেদ বলেন তাঁর এই গানের মধ্যেও থাকবে সচেতনতার বার্তা। করোনা ভাইরাসের বিষয়ে মানুষকে আরও সচেতন হবে হবে বলে মনে করেন রাশেদ।

আগামী ২৫ এপ্রিল ‘কিছুদিন মনে মনে’ প্রকাশ্যে আসবে বলেও জানান তিনি। ওইদিন সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেতে চলেছে গানটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here