নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হল। এদিন ১৭টি জেলার ৯৪টি আসনে ভোট গ্রহণ করা হবে। আজ, মঙ্গলবার ভাগ্য নির্ধারণ হচ্ছে প্রায় দেড় হাজার প্রার্থীর। ভাগ্যপরীক্ষা হবে আরজেডি নেতা তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবেরও।
লড়াইয়ের ময়দানে আছেন তাঁর দাদা তথা আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। এই পর্বে ভোটার রয়েছেন ২ কোটি ৮৫ লক্ষেরও বেশি। অন্যদিকে, ১০ টি রাজ্যের ৫৪ টি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণও শুরু হয়েছে।
#BiharElections2020 Voting underway in 94 constituencies across 17 districts in the second phase of Bihar Assembly polls; Visuals from Siwan pic.twitter.com/bLcrv6cpRw
— ANI (@ANI) November 3, 2020
তার মধ্যে মধ্যপ্রদেশে রয়েছে ২৮ টি, গুজরাতে ৮টি, উত্তরপ্রদেশে ৭ টি এবং ওড়িশা, নাগাল্যান্ড, কর্ণাটক ও ঝাড়খণ্ডে ২টি করে ও ছত্তিশগড়, তেলেঙ্গানা, হরিয়ানায় ১ টি করে আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আরও পড়ুনঃ আট মাসের মধ্যে জিএসটি বাবদ আয় সর্বোচ্চ, বেড়ে ১.০৫ লক্ষ কোটি
বিহারে বিধানসভা নির্বাচণের ভোটগ্রহণ পর্ব সকাল সাতটায় শুরু হলেও কোভিডের জেরে সন্ধ্যা ৬টা অবধি চলবে। মাওবাদী অধ্যুষিত এলাকায় যদিও আগে ভোট শেষ হবে। যারা করোনা আক্রান্ত বা যাদের মধ্যে রোগের লক্ষণ রয়েছে, তারা শেষ ঘণ্টায় ভোট দিতে পারবেন। কোভিডের জেরে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ও স্যানিটাইজারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584