কড়া নিরাপত্তায় ঝাড়গ্রামে পৌঁছাল দ্বিতীয় পর্যায়ের কোভিড ভ্যাকসিন

0
75

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

Covaxin | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলায় এসে পৌঁছাল দ্বিতীয় পর্যায়ের কোভিড ভ্যাকসিন। গত জানুয়ারি মাসে ঝাড়গ্রাম জেলায় কোভিড ভ্যাকসিন আসার পরে জেলার চারটি জায়গায় সেন্টার করে প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং এই ভ্যাকসিন প্রথম নিয়ে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা, এবং তিনি অন্যান্যদের ও ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

Covid vaccine | newsfront.co
নিজস্ব চিত্র

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলায় প্রথম পর্যায় সাড়ে নয় হাজার ভ্যাকসিন এসেছিলো এবং দ্বিতীয় পর্যায়ের বারোহাজার কোভিশিল্ড এবং ১২৮০ কো ভ্যাকসিন এসেছে । এর ফলে জেলাবাসী খুবই উপকৃত হবে বলে আশা করা যায়।

Jhargram hospital | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ শুরু আজ থেকে

জেলা স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন “আমরা প্রথম পর্যায়ে পাঁচ হাজার স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দিয়েছি, এবং আজ আমরা ফ্রন্টলাইন কর্মীদের ভ্যাকসিন দিচ্ছিলাম কিন্তু সফটওয়ারের প্রবলেম থাকার জন্য আপাতত স্থগিত রাখা হয়েছে, সফটওয়্যার এর সমস্যা মিটে গেলে আবার শুরু করবো। ১২৮০ কো ভ্যাকসিন আমাদের কাছে মজুত রইল স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা আসলেই সেগুলো আমরা দেওয়া শুরু করব।”

আরও পড়ুনঃ অভিষেক গড়ে ধাক্কা খেল তৃণমূল, গেরুয়া শিবিরে পদার্পণ দীপক হালদারের

এছাড়া মনের মধ্যে কোনো সংশয় না রেখে সবাইকে এই ভ্যাকসিন নেওয়ার জন্য ও আবেদন জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here