মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
যে মেয়েটির ভিড় লাগে না, যে মেয়েটি একাই একশোজন হয়ে যায়। সেই মেয়েটির গোপন কম্মের কথা শুনলে আপনিও তার পাশে হাঁটবেন। যার গোপন কম্মটি জানেন শুধু ব্রহ্মা।
আপনিও জানতে চান তো? তাহলে এবার বিস্তারিতভাবে বলা যাক শবরী-র গল্পটা। পুজো, বিয়ে কিংবা শ্রাদ্ধানুষ্ঠান কোনোটাই পুরোহিত ছাড়া সম্ভব নয়। এইসব অনুষ্ঠানে প্রধান ভূমিকায় থাকেন একজন পুরোহিত। আর পুরুষরাই সবসময় পুরোহিত হতে পারেন। মহিলাদের সেখানে কোনো ভূমিকাই থাকে না।
আবার প্রতিমাসের চারটি দিন মহিলাদের অসৌয চলে। সেইসময় পুজো করা তো দূর ঠাকুর ঘরে ঢোকাও বারণ হয়ে যায়। আর এইসব বাধা পেরিয়ে যে মেয়ে নিজেই পুরোহিত হয়ে যায় সেই মেয়ের পাশে না দাঁড়িয়ে উপায় আছে! আসছে অরিত্র মুখার্জী পরিচালিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।
আর সেখানেই মহিলা পুরোহিত শবরী-র চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী-কে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা নন্দিনী ভৌমিকের অনুপ্রেরণায় লেখা হয়েছে ‘শবরী’ চরিত্রটি। ছবির চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। নন্দিনী ভৌমিক অধ্যাপনার পাশাপাশি পৌরোহিত্যও করেন।
অধ্যাপিকা নন্দিনী ভৌমিক বলেন, মেয়েদের শক্তি অপরিসীম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাদের অনুপ্রেরণা। চারজন মিলে তারা পৌরহিত্যের কাজ করেন।
এখনকার যুবসমাজ সংস্কৃত মন্ত্রগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তাদেরকে সঠিকভাবে সংস্কৃত সাহিত্য পরিবেশন করার জন্য নন্দিনী ভৌমিক এইধরণের কাজ করেন। অনেকসময় তিনি তার ছাত্র-ছাত্রীদের বিয়েও দেন নিজে হাতে। শবরী চরিত্রে অভিনয় করতে পেরে আপ্লুত ঋতাভরী চক্রবর্তী।
ঋতাভরী বলেন, তার জীবনের মন্ত্র হল এগিয়ে চলা। একটা মেয়েকে সব বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে হবে। পুরুষের থেকে তারাও কোনো অংশে কম নয়। সংসারে স্বামী স্ত্রী দুজনকেই সমানভাবে কাজ করতে হবে। পুরোহিত শুধুমাত্র একজন পুরুষ নন, একজন নারীও কোনো অনুষ্ঠানের পুরোহিত হতে পারেন।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির গান ‘কোন গোপনে’। সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়-র কণ্ঠে যে গানটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। আর তারপরই ১৯শে জানুয়ারি প্রকাশ্যে এল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির দ্বিতীয় গান ‘তুই চল’। অনিন্দ্য চট্টোপাধ্যায়-এর পরিচালনায় গানটি গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী।
রবিবার ত্রিধারা সম্মিলনীতে এই গানটি লঞ্চ করলো উইন্ডোজ। এদিন সেখানে উপস্থিত ছিলেন উইন্ডোজ প্রোডাকশন হাউস-এর কর্ণধার শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায়, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোমলতা আচার্য চৌধুরী, ঋতাভরী চক্রবর্তী, অরিত্র মুখার্জী, জিনিয়া সেন, সোমা চক্রবর্তী সহ অন্যান্যরা।
পরে উস্তাদ রশিদ খান-ও এই অনুষ্ঠানে যোগ দেন। ‘তুই চল’ গানটি গাইতে পেরে খুশি সোমলতা। তিনি বলেন, এই গানের কথার মধ্যে নতুনত্ব আছে। মহিলারা যতই বলুক যে এগিয়ে চলেছেন তারা। এখনও কিছু কিছু গোরা জিনিস আছে মহিলাদের চিন্তাভাবনায়।
এরমধ্যেও প্রথাগত রীতি ভেঙ্গে যে মহিলারা কিছু করার কথা ভাবেন এই গান তাদের জন্যই। সোমলতা-র জীবনকে নতুন করে অনুপ্রাণিত করেছে ‘তুই চল’। ভুল আর্তনাদে জড়িয়ে পরা নারীর প্রতিবাদের ভাষা বলবে শবরী।
আর সে ভাষা জানার জন্য আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শককে। উইন্ডোজ-এর ব্যানারে আগামী ৬মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584