নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আপাতত জুনে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরিবর্তিত পরীক্ষাসূচি পরে ঘোষণা করা হবে। পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরে ঘোষণা করবে শিক্ষা দফতর।
পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ জুন থেকে মাধ্যমিক এবং ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। আজ, শনিবার নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় ঘোষণা করেন, জুন মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কোনো পরীক্ষাই হবে না।
আরও পড়ুনঃ রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা নবান্নের
প্রসঙ্গত, জরুরী পরিষেবা ছাড়া আগামী ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন জারি রাজ্যে।এই ১৫ দিন সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। খুচরো জিনিসের দোকান, দুধের দোকান, সবজি বাজার, মাংসের দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান। ওষুধের দোকান ও চশমার দোকান সাধারণ নিয়মে খোলা থাকবে। জিম, শপিং মল, সুইমিং স্কুল, বিউটি পার্লার বন্ধ থাকবে।সম্পূর্ণ বন্ধ থাকবে বাস, মেট্রো এবং ফেরি পরিষেবা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অটো এবং ট্যাক্সিও চলাচল করবে না।এই ১৫দিন রাত ৯টা থেকে পরেরদিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোর ক্ষেত্রেও জারি নিষেধাজ্ঞা। সব ধরনের জমায়েত বন্ধ।
আরও পড়ুনঃ লাইসেন্স বাতিল ব্যাংকের, টাকা ফেরত পাওয়া নিয়ে চিন্তায় আমানতকারীরা
সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। কেবলমাত্র জরুরি পরিষেবা, আদালত, টেলিকম পরিষেবা, সংবাদমাধ্যমের অফিস, স্যনেটাইজেশন বিভাগ, বিদ্যুৎ পরিষেবা, ইন্টারনেট, পানীয় জল পরিষেবা চালু থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584