মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মঙ্গলবার সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। আর ঠিক আঠাশ দিন পরেই উত্তর পূর্ব দিল্লিতে শুরু হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারির দশম শ্রেণির পরীক্ষা। করোনা মোকাবিলায় টানা তিনমাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জেরেই সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত হয়ে যায়। এবার দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা ৪১ টি পেপারের মধ্যে ২৯টি পেপার এর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড।
বাকি থাকা পরীক্ষাগুলি ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই একই সময়ে বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষাও অনুষ্ঠিত হবে। উত্তর পূর্ব দিল্লিতে ১ জুলাই দশম শ্রেণির সোশ্যাল সায়েন্স পরীক্ষা হবে। ২ জুলাই হবে বিজ্ঞান। এর পর ১০ জুলাই হিন্দি কোর্স ‘এ’ এবং কোর্স ‘বি’-এর পরীক্ষা হবে।
আরও পড়ুনঃ পিএম কেয়ার্সে জমা অর্থের তথ্য ও ক্যাগ অডিট চেয়ে মামলা খারিজের আবেদন কেন্দ্রের
১৫ জুলাই রয়েছে ইংলিশ কমিউনিকেশন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার। উত্তর পূর্ব দিল্লিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৩ জুলাই শুরু হবে। প্রথম দিনই রয়েছে পদার্থ বিদ্যার পরীক্ষা। ১৫ জুলাই ইতিহাস দিয়ে শেষ হবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। গোটা দেশে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের ৬টি পেপার এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষার্থীদের ১২টি বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। উত্তর পূর্ব দিল্লিতে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের ১১টি পেপারের পরীক্ষা দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584