রামকেলি মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মালদহে

0
545

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

ঐতিহাসিক রামকেলি মেলা উপলক্ষে মালদা শহরের একটি বর্ণাঢ্য কলসযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার আয়োজন করে রুপ ও সনাতন মিলন মন্দির কমিটি। মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায় চৈতন্যদেবের পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় একশো আটজন মহিলা মাথায় কলসি নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। পাশাপাশি একশো আটটি মৃদঙ্গ সহকারে কীর্তন অনুষ্ঠান করা হয়।

ছবিঃঅভিষেক

আদিবাসীরাও নৃত্য করে কলসযাত্রায় অংশগ্রহণ করেন। পিতলের রাধা কৃষ্ণের বিগ্রহ নিয়ে এই শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করে। পরিক্রমা শেষে শোভাযাত্রা শেষ হয় মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দানে। বৃহস্পতিবার থেকেই ঐতিহাসিক রামকেলি মেলার সূচনা হয়। আগামী চার দিন ধরে চলবে এই মেলা দূর-দূরান্ত থেকে ভক্তরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন রামকেলি বাদুল্লাবাড়ি এলাকায় গঙ্গা জল দিয়ে অভিষেক করে পিতলের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে রুপ ও সনাতন মিলন মন্দিরে।

ছবিঃঅভিষেক

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজার বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশীষ কুন্ডু, রূপ ও সনাতন মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী কৃষ্ণ গোস্বামী সহ অন্যান্য ভক্তরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here