মনিরুল হক, কোচবিহারঃ
দাবী আদায়ের আন্দোলনে অনড় বেসরকারী নিরাপত্তা রক্ষীরা। তাঁদের দাবীর প্রতি এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনও সদর্থক ভূমিকা না নেওয়ায় গনঅবস্থান ও বিক্ষোভ চলছেই।
জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে কোচবিহার শহরের সাগরদিঘী চত্বরে বিএসএনএল কার্যালয়ের সামনে দীর্ঘ ৪৮ দিন থেকে অবস্থান বিক্ষোভ করছেন তারা। মূলত তিন দফা দাবিকে সামনে রেখেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি।
আরও পড়ুনঃ অকেজো চাপাকল, বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ছাত্র-ছাত্রীরা
আন্দোলনকারীদের দাবী দীর্ঘ কুড়ি বছর ধরে প্রাক্তন সৈনিকেরা বিএসএনএল কার্যালয়ে নিরাপত্তা রক্ষীর কাজ করে আসছিল কিন্তু হঠাৎ করেই বিএসএনএল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে তাদের কাজ থেকে সরিয়ে দেয়।
এই অবস্থায় সংসার প্রতিপালন তাঁদের পক্ষে কষ্ট সাধ্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে দ্রুত এই সমস্যার সমাধান করে ওই কার্যালয়ে ফের নিরাপত্তা কর্মী হিসাবে নিয়োগের দাবী তোলেন তারা। এরপর থেকেই তারা আন্দোলনে বসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584