প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার বাংলা বিহার সীমান্তে এবার শুরু হয়েছে কড়া নজরদারি। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার অধিকাংশ ব্লক বিহার সীমান্ত লাগোয়া। সেখান দিয়ে ভিন রাজ্য থেকে প্রচুর পরিযায়ী শ্রমিকরা এই জেলায় ঢুকছে বলে প্রশাসনের খবর।
সেই সঙ্গে বাড়তি সর্তক করা হয়েছে দুই রাজ্যের সীমানায় নজরদারি থেকে স্বাস্থ্যকর্মীদেরও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, “এমনিতেই ইসলামপুর মহকুমা এলাকায় প্রচুর পরিযায়ী শ্রমিক ঢুকে পড়েছেন। আর যাতে কেউ কোনভাবে না ঢুকতে পারেন সেদিকে কঠোরভাবে নজর রাখা হয়েছে। যারা ঢুকেছেন, তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।”
আরও পড়ুনঃ ঢুকেই চলেছে ভিনরাজ্যের শ্রমিকের দল, বিহার-বাংলা সীমান্ত সীলের নির্দেশ মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার থেকে স্বাস্থ্য কর্মীদের সাথে বিহার সীমান্তে পুলিশ পাহারাও রাখা হয়েছে। উল্লেখ্য, সোমবারও লরি এবং বাস বোঝাই করে ওই শ্রমিকরা এসেছে ইসলামপুরে। মহকুমা হাসপাতালের সামনে দীর্ঘ লাইন ধরে দিনভর তাদের স্ক্রিনিং টেস্ট করা হয়। মঙ্গলবার থেকে যাতে কোনভাবে সেই ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584