নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
রবিবার গভীর রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর এলাকা অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল ফোর্স। এরপর সেখানে দুটি ট্রাক আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সেগুন কাঠ।
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম তপন দাস, রাজেশ দাস ও মতাব হোসেন। এই বিষয়ে টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ওতপেতে ছিলাম। এরপর সেখানে সেগুন কাঠ বোঝাই নির্দিষ্ট নম্বরের দুইটি ট্রাক আটক করা হয়। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা এবং কাঠগুলো আসাম থেকে কলকাতা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এর পাশাপাশি তিনি আরও বলেন যে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কীনা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584