নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মাদারিহাট বীরপাড়া ব্লক কাঠ চোরেদের স্বর্গ রাজ্য। দিন দিন বাড়ছে চোরেদের দৌরাত্ম্য। থেমে নেই বনকর্মীরা। ফের বৃহস্পতিবার রাতে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে সেগুন কাঠ সহ দুইটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করল বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৮ টা নাগাদ ৪৮ নং এশিয়ান হাইওয়ে মাদারিহাট গামী একটি ছোট মালবাহী গাড়িকে আটক করে তল্লাসি চালিয়ে প্রায় ২৫ সিএফটি মূল্যবান সেগুন কাঠ সহ একটি ছোট মালবাহী গাড়ি আটক করে।
যার বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। অপর দিকে একই রাতে সাড়ে ৯ টা নাগাদ সংশ্লিষ্ট ব্লকের পাগলি নদী সংলগ্ন দলমোর চা বাগান এলাকার একটি বাজারে দ্বিতীয় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের সেগুন কাঠ সহ একটি যাত্রীবাহী মারুতি ভ্যান বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুনঃ কোভিড হাসপাতাল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে
তবে কাউকে আটক করা যায়নি। বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাঠচোরের দল নিমেষের মধ্যে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে দলগাঁও বন দফতরের রেঞ্জার দোরজি শেরপা জানান, “পৃথক দুটি অভিযানে প্রায় দুই লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ সহ নম্বর বিহীন দুটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584