নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা ভাইরাসের জেরে সারা দেশ যখন স্তব্ধ, ঠিক সেই সময়তেই পাল্লা দিয়ে বাড়ছে চোরা কারবারিদের দৌরাত্ম। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মাদারিহাট-বীরপাড়া ব্লকের পাগলি নদী সংলগ্ন এলাকায়। জানা যায়, গোপন সূত্রে অভিযান চালিয়ে মাদারিহাট-বীরপাড়া ব্লকের পাগলি নদী সংলগ্ন এলাকায় সেগুন কাঠ সহ একটি গাড়িকে উদ্ধার করে দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।
আরও পড়ুনঃ লকডাউনে সরকারি গুদাম থেকে মদ পাচারের ঘটনায় উত্তপ্ত এলাকা
যদিও ওই গাড়িটিতে প্রায় এক লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ ছিল বলে জানায় বনকর্মীরা। পাশাপাশি এই বিষয়ে বনদফতরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা জানান, ” বীরপাড়ার কাছে পাগলি নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাচার হওয়ার আগেই অবৈধ সেগুন কাঠের গুঁড়ি ও একটি গাড়ি উদ্ধার করা হয়। যে কাঠগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। তবে এ ঘটনায় কাউকেই এখনও আটক করা যায়নি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584