নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
চলতি আইপিএলে যত বার চেন্নাই সুপার কিংস হেরেছে ধোনি ও তার টিমকে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। এবার কেকেআর ম্যাচে সিএসকের হারের পর ধোনি-সহ একাধিক ক্রিকেটারকে নাম না করে কটাক্ষ করেন বীরু।
এক সাক্ষাৎকারে বীরুকে তিনি বলেন, ‘‘কেকেআর যে রানটা করেছিল সেটাই তোলা উচিত ছিল। কিন্তু কেদার যাদব অনেক বল নষ্ট করেন ওই সময় সেটা মানা যায় না। জাদেজাও বল নষ্ট করে । ফলে চাপ বাড়ে।
আরও পড়ুনঃ ধোনি যেন ফিনিশিং করার কাজ জাদেজাকে দেয়, বলছেন লারা
আমার মনে হয়, চেন্নাইয়ের কিছু খেলোয়াড়ের কাছে এটা সরকারি চাকরির মতো। পারফর্ম করো বা না করো একবার চাকরি পেয়ে গেলে, মাইনে তো পাবই। এত দিন ধরে একটা দলে থেকে মেদ বেড়ে গেছে।”
আরও পড়ুনঃ হায়দ্রাবাদি ঝড়ে ফের উড়ে গেল পাঞ্জাব
কিছুদিন আগে সিএসকে খেলোয়াড়দের গ্লুকোজ খাওয়ার পরামর্শ দেন। আর সিএসকে দলে জাদেজা ও ধোনিই সব থেকে পুরোনো ক্রিকেটার, মনে করা হচ্ছে সেহওয়াগ তাঁদের উদেশ্য করেই কথা গুলো বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584