কাকদ্বীপে বাজেয়াপ্ত হলো প্রচুর ছোট ইলিশ

0
66

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

আবারো পুলিশের জ্বালে গাড়ি ভর্তি পিল ইলিশ । দেড়শো গ্রামের নিচে ছোট ইলিশ বাজেয়াপ্ত করল কাকদ্বীপ হারুড পয়েন্ট কোষ্টাল থানার পুলিশ । কাকদ্বীপের অক্ষয়নগরে স্থানিয় মানুষ সহ ক্লাবের সদস্যরা গাড়িটিকে ধরে পুলিশকে খবর দেয় ,পরে পুলিশ এসে সেগুলি বাজেয়াপ্ত করে । নামখানার নারায়নপুর ঘাট থেকে মাছ গুলি কলকাতায় যাচ্ছিল বলে পুলিশ সুত্রে খবর ।চার গাড়ি মাছের বাজার মূল্য প্রায় সাত থেকে আট লক্ষ টাকা ।

নিজস্ব চিত্র

রবিবার রাতে মাছ গুলি ধরে কাকদ্বীপ মৎস দপ্তরের হাতে তুলে দেওয়া হয় । আজই মাছ গুলিকে কাকদ্বীপ হারবারে মাটিতে পুঁতে ফেলা হবে । গত মাসে এক লক্ষটাকার পিল ইলিশ উদ্ধার করে কাকদ্বীপ কোষ্টাল থানার পুলিশ । তার রেস কাটতে না কাটতে আবারো উদ্ধার হলো ইলিশ । কোন ট্রলার এমন ধরনের কাজে জরিত তা খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর জেলাতে শুরু হল সপ্তাহ ব্যাপী স্বাস্থ্যবিধান কর্মসূচী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here