ভোট পরবর্তী হিংসা মামলায় বিপাকে শেখ সুফিয়ান, আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

0
103

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

রাজ্যের ভোট পরবর্তী হিংসার মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। এদিন সে আবেদন খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি বিভাসরঞ্জন দে-এর ডিভিশন বেঞ্চ।

Highcourt dismissed Sekh Sufiyan bail appeal
সুফিয়ানের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

‘ভোট পরবর্তী হিংসা’র ঘটনায় শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই। তার পরিপ্রেক্ষিতেই হাই কোর্টের দ্বারস্থ হন সুফিয়ান। সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের ডিভিশন বেঞ্চ। যার ফলে সুফিয়ানকে গ্রেপ্তার করতে আর কোন বাধা নেই সিবিআই-এর। নন্দীগ্রামের চিল্লোগ্রামে এক বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় দেবব্রতর পরিবার মানবাধিকার কমিশনের কাছে যে অভিযোগ দায়ের করেছেন, তাতে সুফিয়ানের নামও রয়েছে।

আরও পড়ুনঃ লোকসভায় পাস ‘কৃষি আইন প্রত্যাহার বিল-২০২১’, শহীদ কৃষকের উদ্দেশ্যে জয় উৎসর্গ টিকায়েতের

এই খুনের অভিযোগের মামলায় ইতিমধ্যেই সুফিয়ানের জামাই সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে সিবিআই। হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাবার পর গ্রেপ্তারি এড়াতে সুফিয়ানের সামনে সুপ্রিম কোর্টে আবেদন করা ছাড়া দ্বিতীয় কোন পথ রইলো না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here