নদীয়া জেলা পরিষদের সভাধিপতি মনোনয়নে অন্ধকারে জেলা তৃণমূল

0
104

শ্যামল রায়,নদীয়াঃ

আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠনের কাজ শেষ করতে হবে এমনটাই নির্দেশ রাজ্য সরকারের।তবে নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর অশান্তি না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের কড়া নির্দেশ জারি করা হয়েছে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়।ইতিমধ্যে ১১০ টি গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন করার কাজ শেষ হয়ে গিয়েছে।বাকি রয়েছে ৬৯টি গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠনের কাজ।এ পর্যন্ত বিভিন্ন রকম অশান্তির কারণে ৬ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনেও স্থগিত রাখা হয়েছে বলে বিশেষ সূত্রে খবর।১০ টি পঞ্চায়েত সমিতি গঠনের কাজ শেষ হয়ে গিয়েছে বাকি রয়েছে আটটি পঞ্চায়েত সমিতির কাজ। তারপরে জেলা পরিষদের বোর্ড গঠনের কাজ হবে।তবে নদীয়া জেলা পরিষদের সভাধিপতি পদটি মহিলা সংরক্ষিত। সহসভাপতির পদ সাধারণ।
ইতিমধ্যে জেলা পরিষদের মেয়াদের কাজ শেষ হয়ে গিয়েছে।
সভাধিপতি কে হবেন এখন পর্যন্ত ঠিক হয়নি এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে।অন্যদিকে বিগত দিনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের মধ্য থেকে যে কোন একজন সহ সভাধিপতি হতে পারেন।তবে সভাধিপতি কে হবেন এটা এখনো পরিষ্কার নয় অনেকের কাছে।যদিও ইতিমধ্যে জেলার পর্যবেক্ষক রাজ্য শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নদীয়া জেলায় নেতাদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন। বিশেষ সূত্রে খবর যে সভাধিপতি যিনি হবেন নাম চূড়ান্ত হয়ে গেলেও গোপন রাখা হয়েছে যার শেষ সীলমোহর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া জেলা জুড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে একটা প্রবল উৎসাহ উদ্দীপনা কৌতুহল রয়েছেন কে হবেন জেলা পরিষদের সভাধিপতি শুধু সময়ের অপেক্ষায় দিন গুনছেন কর্মীসমর্থকরা ও নেতৃত্ব।

আরও পড়ুনঃ বিদ্যুৎহীন চানক,নাজেহাল এলাকাবাসী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here