হরষিত সিং, মালদহঃ
গোষ্ঠীদ্বন্দ্ব রুখে অবশেষে মালদহ জেলা পরিষদে কর্মাধ্যক্ষ নির্বাচন হল মঙ্গলবার।এদিন খাম বন্দি করে কর্মাধ্যক্ষদের নাম পাঠান জেলা তৃনমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।সভা শুরুর ঠিক আগে নতুন কর্মাধ্যক্ষদের নাম জানানো হয়।সেই অনুযায়ী নয়জন নতুন কর্মাধ্যক্ষ নির্বাচিত হন।বিরোধীরা সভায় হাজির না থাকায় সর্ব সম্মতিতে নির্বাচিত হন সকলে।এবারই প্রথম মালদা জেলা পরিষদে সংখ্যাগরিষ্ট আসনে জয়ী হয়ে বোর্ড গঠন করেছে তৃনমূল কিন্তু কর্মাধ্যক্ষ কে কে হবেন তা নিয়ে জেলা নেতৃত্বের মধ্যে বিরোধ দেখা দেয়।জেলা স্তরের বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি।শেষ পর্যন্ত নয়টি আসনের জন্য ১৮ জনের প্রাথমিক তালিকা ঠিক করে রাজ্য নেতৃত্বের অনুমোদনের জন্য পাঠানো হয়।শুধু তাই নয়, গোষ্ঠী দ্বন্দ্বের জেরে গত ২০ নভেম্বর কর্মাধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়। এমন ঘটনায় ক্ষুব্ধ হয় শীর্ষ নেতৃত্ব।জেলা কোর কমিটির সদস্যদের ডেকে পাঠান শুভেন্দু অধিকারী।
সেখানে জেলা নেতারা আলাদা আলাদা ভাবে নিজেদের মতামত জানানোর পর ঠিক হয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি কর্মাধ্যক্ষদের নাম চূড়ান্ত করবেন। সেইমতো আজ কর্মাধ্যক্ষদের নির্বাচিত করা হয়। কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।কর্মাধ্যক্ষ গঠনের পর উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন কর্মাধ্যক্ষদের অনুগামীরা।যদিও কর্মাধ্যক্ষ গঠন নিয়ে দলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় মণ্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584