নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
দরিদ্র থেকে দরিদ্রতম মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে এবার দক্ষিণ দিনাজপুর জেলার গ্রামোন্নয়ন দফতর এগিয়ে এলো।জেলার দরিদ্র থেকে দরিদ্রতম মানুষকে স্বনির্ভর করার উদ্দেশ্যে NRLM ( আনন্দধারা) প্রকল্পের মাধ্যমে তাদের চিহ্নিত করন সহায়তার জন্য সিনিয়র CRP এবং CRP দের নিয়ে তারা এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে গত কাল।
আরও পড়ুনঃ কন্যাশ্রীদের স্বনির্ভরতার লক্ষ্যে রঙিন মাছ চাষের প্রশিক্ষন
এই CRP রা জেলার তপন কুশমন্ডী,হিলি ও হরিরামপুর এই চারটি ব্লকে দরিদ্র থেকে দরিদ্রতম পরিবার গুলির মহিলাদের প্রশিক্ষিত করে জৈব কৃষি ও সুস্থায়ী কৃষি,পশুপালন, মাছ চাষ ও মহিলা কৃষান তৈরীর মাধ্যমে মহিলাদের সাবলম্বী করতে কাজ করবেন বলে জানা গেছে।ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় জেলার ২০৭৫ পরিবার স্বনির্ভর হয়েছে বলে দফতর সুত্রে জানা গেছে।জেলার দরিদ্র থেকে দরিদ্রতম পরিবার গুলিকে স্বনির্ভর করতে জেলা গ্রামোন্নয়ন দপ্তরের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্তরের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584