মনিরুল হক, কোচবিহারঃ
তিন জেলার আবাসিক প্রশিক্ষণ শুরু হল কোচবিহারে।জানা গিয়েছে,স্বনির্ভর গোষ্ঠী যারা পরিচালনা করে তাদের একটি পরীক্ষা হয়েছিল।দুই দিনাজপুর ও কোচবিহার জেলার যারা সেই পরীক্ষায় ‘ডি’ গ্রেড পেয়েছে অর্থাৎ সঠিক ভাবে উত্তীর্ণ হতে পারেনি তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।আজ কোচবিহারের গ্রামোন্নয়ন সেলে এই প্রশিক্ষন শুরু হল। তিন জেলার ২৫ জন প্রশিক্ষণ নিতে এসেছেন। ৫ দিন ধরে তাদের প্রশিক্ষণ চলবে। তাদের প্রশিক্ষণ দিবেন ৪ জন। জানা গিয়েছে, অ্যাকাউন্টিং সিস্টেমের উপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীগুলো পরিচালনার ক্ষেত্রে তারা কীভাবে নিজেদের অ্যাকাউন্ট মেইন্টেন করবেন,ব্যবসা বাড়াবেন বা মার্কেটিং করবেন,সেইসব বিষয়ে এই প্রশিক্ষণ। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক সাহা।
জেলা শাসক কৌশিক সাহা বলেন,দুই দিনাজপুর ও কোচবিহার জেলার স্বনির্ভর গোষ্ঠী যারা পরিচালনা করে তাদের মধ্যে যারা ‘ডি’ গ্রেড পেয়েছে অর্থাৎ পুরোপুরি উত্তীর্ণ হতে পারেনি তাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৫ দিন ধরে এই প্রশিক্ষণ হবে।স্বনির্ভর গোষ্ঠী পরিচালনায় তারা কীভাবে অ্যাকাউন্টগুলো মেইন্টেন করবেন, ব্যবসা বাড়াবেন বা মার্কেটিং করবেন, সেইসব বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুন: রবীন্দ্র সংগীত ভরতনাট্যম নৃত্যের কর্মশালা কোচবিহারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584