স্বনির্ভর মহিলা গোষ্ঠির উদ্যোগে শিক্ষা-স্বাস্থ্যের উন্নতির চেষ্টা শেরপুরে

0
51

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগণাঃ

self help group try to develop education and health | newsfront.co
অনুষ্ঠানের শুভ সূচনা। নিজস্ব চিত্র

শিক্ষার সঙ্গে স্বাস্থ্য উন্নতি ঘটাতে এবার মগরাহাট পশ্চিম বিধানসভায় নজির গড়ল শেরপুর গ্রাম পঞ্চায়েত। স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের নিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে এগিয়ে এল রাজ্য সরকার। গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের আর্থিক সহযোগে এগিয়ে এল স্বনির্ভর গোষ্ঠির মহিলারা।

self help group try to develop education and health | newsfront.co
গিয়াসউদ্দিন মোল্লা, মন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন দফতর পশ্চিমবঙ্গ সরকার। নিজস্ব চিত্র
women | newsfront.co
মহিলাদের ভিড়। নিজস্ব চিত্র

শেরপুর প্রভাতি সংঘের ৪০ টি দলের মহিলারা এই স্যানিটারি ন্যাপকিনের কাজে যুক্ত হবেন। গ্রামের মহিলাদের দিয়ে অভিযান চলবে প্রতিটি বুথের বাড়িতে বাড়িতে। পাঁচ টাকার বিনিময়ে পাওয়া যাবে একটি সেনেটারি ন্যাপকিন। অন্যদিকে শেরপুর গ্রাম পঞ্চায়েতের ১৯৩ টি গ্রুপের স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের সহযোগিতায় চলবে এই অভিযান।

আরও পড়ুনঃ রাজ্যে শিল্প গেট আনতে দীঘাতে শুরু বাণিজ্য সম্মেলন

special guest | newsfront.co
উপবিষ্ট বিশেষ অতিথি মন্ডলী। নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় ৯৯ টি পঞ্চায়েতের মধ্যে শেরপুর গ্রাম পঞ্চায়েতে প্রথম চালু হল এই ব্যবস্থা। উপস্থিত ছিলেন রাজ্যর সংখ্যা লঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার এসডিও সুকান্ত সাহা, মগরাহাট এক নম্বর ব্লকের বিডিও বিশ্বজিৎ মন্ডল, মগরাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম, সহকারী সভাপতি মানবেন্দু মন্ডল, শেরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ গ্রাম সভার সদ্স্যরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here