নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
স্বনির্ভর গোষ্ঠীর অনুদানের টাকা তছরূপ করেছে গোষ্ঠীর নেত্রীরা। মঙ্গলবার এমনই অভিযোগ তুলে মুর্শিদাবাদের ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে স্মারকলিপি জমা দিলেন স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো মহিলারা।
মহিলাদের অভিযোগ, ‘নেত্রীরা অনুদানের প্রায় ২৬ লক্ষ টাকা তছরূপ করেছে। আমরা তার প্রতিকার চাই। চাই সঠিক বিচার।’ এদিন গোষ্ঠীর মহিলারা স্মারকলিপি দেন মুর্শিদাবাদের ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ মন্ডলের কাছে। বিডিও পার্থ মন্ডল বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।
আরও পড়ুনঃ বাড়ল গাড়ির নথির বৈধতার মেয়াদ
সূত্রের খবর, স্বনির্ভর গোষ্ঠীর সুপারভাইজার সুদীপা দাস জানান, ‘যে বিষয়ে অভিযোগ তোলা হচ্ছে, সেরকম কোনও টাকা গোষ্ঠীর নেত্রীদের ব্যাঙ্ক খাতায় থাকার কথা নয়। তবুও অমরা বিষয়টি তদন্ত করে দেখব।” ওই আশ্বাস পেয়েই মহিলারা ফিরে যান বলে জানান গোষ্ঠীর এক মহিলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584