শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন প্রকল্প তৈরী করেছে। কিন্তু সঠিক তথ্য না থাকার কারনে সেই যুবক-যুবতীরা সেই সমস্ত যাতে সেই সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে সে বিষয়ে বিশেষ উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শিল্পকেন্দ্র। সেই লক্ষ্যেই তারা দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে এসসি এসটি সম্প্রদায়ের বেকার যুবক যুবতীদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল।
এই শিবিরে প্রায় ১১০ জন প্রতিনিধি অংশ গ্রহন করে। এই সচেতনতা শিবিরে বালুরঘাটের মহকুমা শাসক ঈশা মুখার্জি,জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অসীম কুমার চৌধুরী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
সচেতনতা শিবিরটিতে উপস্থিত যুবক-যুবতীদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তারা জানান কিভাবে তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে। কিভাবে তারা বিভিন্ন অসাধু সংস্থা যারা তাদের কাজ দেবার নাম করে তাদের সাথে প্রতারণা করে তাদের হাত থেকেও বাঁচতে পারে সে বিষয়েও পরামর্শ দেন। এছাড়াও লোন দেওয়ার নামে কিছু অসাধু মানুষ যেভাবে বেকার যুবকযুবতীদের সাথে প্রতারণা করে তাদের হাত থেকে বাঁচার রাস্তাও এই সচেতনতা শিবিরে দেখিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ আনন্দধারা প্রকল্পে ফালাকাটায় বসুন্ধরা বিপনী কেন্দ্রের উদ্বোধন
এই যুবক যুবতীরা নিজেদের স্বাবলম্বী করতে কোন কোন সরকারি দপ্তর থেকে কি কি সুবিধা পেতে পারেন সে বিষয়েও সবিস্তারে এই সচেতনতা শিবিরে আলোচনা করা হয়। অনগ্রসর শ্রেণীর বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে জেলা শিল্প কেন্দ্রের এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করতে পেরে খুশি এই সচেতনতা শিবিরে অংশগ্রহনকারী এই যুবক-যুবতীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584