সরকারি সাহায্য নিয়ে উত্তরণের পথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

0
127

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগণাঃ

self help woman waiting for government help | newsfornt.co
নিজস্ব চিত্র

চলতি বছরে কেন্দ্রীয় সরকার বাজেট পেশের পর স্বনির্ভর গোষ্ঠী ক্ষুদ্র মাঝাড়ি ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি।২০১৫ সালে মোদীর মুদ্রা যোজনা উদ্বোধনের পর একের পর এক ক্ষুদ্র ব্যবসায়ী স্বর্নিভরতার স্বপ্ন বাস্তবায়িত করেছেন।প্রতিবছর বেড়েছে কমসুদে বেশি ঋনের টাকার পরিমান।

২০১৫ সালে আগষ্ট মাসে মোদীর মুদ্রা যোজনার প্রকল্প উদ্বোধন করেন।সরকারী ব্যাঙ্ক ও বেসরকারী ব্যাঙ্কের মাধ্যোমে মালিকানা ও অসংগঠিত শ্রমীকদের তিন ধরনের লোন দেয় । শিশু ,তরুন এবং মধুর ।আগে সর্বনিম্ন ছিল পঞ্চাশ হাজার টাকা।

self help woman waiting for government help | newsfornt.co
নিজস্ব চিত্র

যা বেড়ে দাঁড়িয়েছে একলক্ষ টাকা।ফলে সাবলম্বী সঙ্গে স্বনির্ভরতার দীর্ঘমেযাদি আয় বাড়িয়েছে প্রত্যেকের মনে। স্বাধীনতার পর অভাব অনঠনে ভরা ছিল দক্ষিন সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া বহু মানুষ।খেটে খাওয়া মানুষের রোজগার বাড়িয়েছে স্বনির্ভর গোষ্ঠি।মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ সাবলম্বী হতে পেরেছে স্বনির্ভরতা প্রকল্প ও মু্র যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে।

self help woman | newsfront.co
কাকলী জানা,সম্পাদিক প্রভা স্বনির্ভর গোষ্ঠী।নিজস্ব চিত্র

কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যো গ্রাম পঞ্চায়েত। প্রায় তেত্রিশ হাজার মানুষের বাস এই পঞ্চায়েতে।স্বর্নিভর গোষ্ঠির ২০০৮ সালের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটি মাত্র।আজ তার পরিমান দাড়িয়েছে ৩০০ -র বেশি গোষ্ঠী।স্বনির্ভর হতে পেরেছে দুই সরকারের সহযোগে।বিউটিশিয়ান থেকে ট্রেলারিং,পাঁপড় বেলা থেকে ফুচকা তৈরীর কাজ ।

আরও পড়ুনঃ বাজেটে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য সুখবর,মিলবে লাখ টাকার লোন

self help woman waiting for government help | newsfornt.co
নিজস্ব চিত্র

কেউবা মাছ ধরার জাল বোনা,আবার কেউ কাদার ঠাকুর তৈরী করে নিজে নিজে স্বাবলম্বী হচ্ছেন।সবচেয়ে নজর কেরেছেন প্রভা স্বনির্ভর গোষ্ঠি। তাদের ২০০৩ সাল থেকে শুরু পথ চলা । মহিলাদের দশ আঙুলের যাদুতে আজ পটো তকমায় নাম কিনেছেন।কালি মূর্তি থেকে দূর্গা মূর্তি। গনেশ থেকে বাবা লোকনাথ মুর্তি গড়ছেন মহিলারা।

Head of Gram Panchayat | newsfront.co
দেবব্রত মাইতি, প্রতাপাদিত্যো গ্রামপঞ্চায়েত উপপ্রধান।নিজস্ব চিত্র

এছাড়া নানান রকমের মূর্তি তৈরী করে বাজারে বিক্রি করছেন প্রভা গোষ্ঠির মহিলারা । একটা সময় তাদের অভাব ছিল নিত্য সঙ্গী মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তুলেছিল একটি কারখানা।আজ নিজেদের প্রত্যেকের রোজগারে প্রত্যেকে গড়েছে ঠাকুর তৈরীর কারখানা।ফলে রোজগার বাড়ায় ফিরেছে সংসারের স্বচ্ছলতা,বেড়েছে মান।

development minister | newsfront.co
মন্টুরাম পাখিরা,সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ।নিজস্ব চিত্র

কেন্দ্রীয় সরকারের বাজেট পেসের পর আরো ব্যবসা বড় করার পরিকল্পনা নিচ্ছেন কাকলী,স্বর্বরী ,ষষ্টিরা। রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত স্বনির্ভরদল। কেন্দ্রীয় সরকারের আরো বেশি কম সুদে বেশি ঋন পাবে বলে বুক পেতেছেন সুন্দরবন ছোট বড় স্বনির্ভর মহিলাের মধ্যো ।

দিনের পর দিন পঞ্চায়েত এলাকায় মহিলা বেকার যুবকদের স্বাবলম্বী করতে এগিয়ে চলেছেন প্রতাপাদিত্যো গ্রাম পঞ্চায়েত উপপ্রধান দেবব্রত মাইতি।সমগ্র সুন্দরবন মহিলারা স্বনির্ভরতার লক্ষ্য করার উদ্দেশ্যে রাজ্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার।

অভাব অনটন দুঃখ কষ্ট ভুলে রোজগার করে সংসারের স্বচ্ছলতা আর মুখে হাসি দেখাতে চায় মানুষ।সে দিকে এগিয়ে চলছেন সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here