মনিরুল হক, কোচবিহারঃ
শীতলখুচি ব্লকের গোসাইরহাট উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ বাঙ্কের সামনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ, বাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয়দেরও। ঘটনাস্থলে শীতলখুচি থানার পুলিশ।
অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই বাঙ্ক থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছিল কিন্তু এখন বাঙ্কের ম্যানেজার বলছে আড়াই লক্ষ টাকা তারা ঋণ নিয়েছে এই বিষয় নিয়েই ক্ষোভে ফেটে পড়েন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
আরও পড়ুনঃ সফল হলেও রক্ষা করা গেলো না কোচবিহারে জন্মানো টেস্টটিউব বেবিকে
এরপর তারা ক্ষুব্ধ হয়ে এদিন গোঁসাইহাট ওই বাঙ্কের সামনে বিক্ষোভ দেখতে থাকেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শীতলখুচি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় জন প্রতিনিধিরা বাঙ্ক কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। এই ঘটনায় বাংকের পক্ষ থেকে জানানো হয়েছে একই নামে দুটি গোষ্ঠী থাকায় এই সমস্যা হয়েছে। তবে তারা দ্রুত এই সমস্যা মিটিয়ে নেবেন বলে আশ্বাস দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584