নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
স্বমহিমায় পৌঁছে গেলেন ভুটুদা।জঙ্গলমহলের ঝাড়গ্রামের পাড়ায় পাড়ায়,জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়াবেন তিনি।সুরেলা গলায় গান আর হাতে ফ্লেক্স নিয়ে মানু্ষের ঘরে ঘরে যাবেন তিনি।
আর যে মানুষ যে ভাষা বোঝেন সেই ভাষাতেই কথা বলবেন মানু্ষের সাথে।বাংলা,সাঁওতালি, ইংরাজী তিনটি ভাষাতেই।সাধারন মানুষের কাছে আবেদন একটাই “আপনার একটা ভোটও অত্যন্ত দামী ও গুরুত্বপূর্ণ ,বিনা প্ররোচনায় নির্ভয়ে সকলে ভোট দিন।”
ঝাড়গ্রাম জেলার জেলা নির্বাচনী আধিকারিক কার্যালয়ে বিবেকানন্দ হলে আত্মপ্রকাশ করে ভুটুদা ; আর তার সাথে ভোটের থিম সং।আগামী কাল থেকে সারা জেলায় ভোটারদের মনোবল বাড়াতে এবং নির্বাচন কমিশনের বার্তা নিয়ে ঘুরে বেরাবেন তিনি।এছাড়াও ভোটের ডাক নামে নির্বাচন কমিশনের এক বিশেষ চিঠিও জেলার প্রতি বাড়িতে পৌঁছানো হবে।
আরও পড়ুনঃ এনআরসি নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি,বারবিশার সভায় মুখ্যমন্ত্রী
নির্বাচন কমিশনের তরফে জঙ্গল মহলের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।ঝাড়গ্রামের ডিআইসিও বরুন মন্ডল এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের সামনে “ভুটুদা”র সাথে পরিচয় করিয়ে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584