স্বাধীনতা দিবসের প্রাক্কালে গঙ্গারামপুরে বিক্রি বেড়েছে ভারতের জাতীয় পতাকার

0
158

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার সমগ্র দেশ জুড়ে বিভিন্ন দোকানে ব্যাপকহারে বিক্রি বেড়েছে ভারতের জাতীয় পতাকার। সারা দেশজুড়ে চলছে করোনার তাণ্ডব। এবছর সরকারি নির্দেশিকার পর সমগ্র রাজ্য ও দেশজুড়ে জুড়ে আগামীকাল তথা শনিবার ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হবে।

flag | newsfront.co
নিজস্ব চিত্র

এবার স্বাধীনতা দিবস মুখে মাস্ক পরে পালিত হবে বলে সূত্রের খবর। তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রির হার ব্যাপকভাবে বেড়েছে। যা কিনতে ভিড় জমাচ্ছেন আবালবৃদ্ধবনিতা। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবধি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকার বিক্রি চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল কিন্তু বর্তমানে লকডাউন কিছুটা ফিকে থাকায় ব্যবসা ভালো হচ্ছে বলে তাদের মুখে হাসি ফুটেছে।

shop | newsfront.co
বিক্রেতা। নিজস্ব চিত্র

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ব্যবসা ভালো হওয়ায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন দোকানদারেরা ভারতের জাতীয় পতাকা তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। পাশাপাশি তারা সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরবার অনুরোধ করছেন সকলকে। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা। এ বিষয়ে গঙ্গারামপুরের এক ব্যবসায়ী জানান,”করোনা পরিস্থিতির মধ্যে অবাক হয়ে গিয়েছি স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের জাতীয় পতাকার বিক্রির হার দেখে। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষে কোচবিহারে পুলিশের ব্যাপক তৎপরতা, সীমান্তে কড়া নজরদারি

সে কারণে আমরা খুব খুশি। আমাদের লক্ষীর ভাঁড়ে টান পড়েছিল করোনা পরিস্থিতির জন্য, কিন্তু লকডাউন কিছুটা ফিকে থাকায় ভারতের জাতীয় পতাকা বিক্রি করে অনেকেই ফের রোজগার করে বাড়তি অক্সিজেন পাচ্ছে।”

তবে বলাই বাহুল্য স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে গঙ্গারামপুর শহর জুড়ে স্বাধীনতা দিবস পালন করবার সাজো সাজো রব শুরু হয়েছে,তার পাশাপাশি স্বাধীনতা দিবস পালন করবার উচ্ছ্বাসে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই। রাত পোহালে সমগ্র দেশবাসী সহ গঙ্গারামপুরবাসীরা ভারতের স্বাধীনতা দিবস পালনে মেতে উঠবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here