শ্যামল রায়,নবদ্বীপঃ
ছোট বড় সব বাজারেই দেদার বিক্রি ইলিশ মাছ।যদিও মৎস প্রিয় মানুষের কাছে সুখবর হলেও সরকারি নির্দেশের কাছে মোটেই সুখবর নয়।গত কয়েকদিন ধরে কুচো ইলিশে ভরে গেছে বাজার।বুধবার নবদ্বীপ শহরের সবকটি বাজারে ইলিশের রমরমা ব্যবসা।দাম সকলের নাগালের মধ্যেই। আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত।তাই অনেকের থলিতে এদিন ইলিশ দেখা গেল।অথচ সরকারি নির্দেশ বলছে ৫০০ গ্রামের চেয়ে ছোট ইলিশ ধরা বহন করা এবং বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু গত কয়েকদিন ধরে প্রত্যেক বাজারে একশো থেকে তিনশো গ্রামের ইলিশ হামেশাই বিক্রি হতে দেখা গেল।
আরো পড়ুনঃ সমষ্টি উন্নয়ন আধিকারিকদের প্রশাসনিক রদবদল
বড় ইলিশের দাম বেশি তাই ছোট ইলিশের প্রতি এক শ্রেণীর মানুষ কিনছেন।নবদ্বীপের প্রফুল্ল নগরে ছোট বাজারে বিক্রি হতে দেখা গেল ছোট ছোট ইলিশ মাছ।মাছ বিক্রেতা গৌরাঙ্গ মাঝি জানালেন যে আমরা বড় বড় শহর থেকেই এই ইলিশ কিনে নিয়েছে বিক্রি করি বাজারে।খোকা ইলিশ বিক্রি করা নিষিদ্ধ একথা জানেনই না ওই মাছ বিক্রেতা।তার কথা যে যখন মাছ ধরে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে তখন নজরদারি নেই কেন সরকারি লোকজনদের। আর বিক্রি করলে দোষ হয় আমাদের।তবে বাজারে আসা সুপর্ণা সরকার রুমা রায়
জানালেন যে ছোট ইলিশ খেতে স্বাদ সবথেকে বেশি।ছোট ইলিশ বিক্রি হতে দেখা গেল কালনা মহকুমার সবকটি বাজারেই।
পূর্বস্থলী রেল স্টেশন বাজারেও ছোট ছোট ইলিশ বিক্রি হতে দেখা গেল বুধবার।ক্রেতা জয়ন্ত চক্রবর্তী সুব্রত আচার্য্য সুবোধ সরকার বিনয় বিশ্বাস প্রমুখ জানালেন যে ছোট ইলিশ খেতে যেমন ভালো কিনতে গেলেও সস্তা বড় ইলিশ কেনার সামর্থ্য আমাদের নেই তাই এই ছোট ইলিশ আমাদের কাছে লোভনীয়।মৎস আধিকারিক জানালেন যে ছোট ইলিশ মাছ বিক্রি করা নিষিদ্ধ প্রচার অভিযান মাঝে মধ্যেই চলে।খুব তাড়াতাড়ি মাছ ব্যবসায়ীদের সাথে আলোচনাক্রমে ঠিক করে বাজারে অভিযান চালানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584