নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যাসাগরের দ্বিশত জন্ম দিবস উদযাপন হল দাঁতন ভট্টর কলেজে। এদিন ‘বিদ্যাসাগর’ বিল্ডিং-এর উদ্বোধন করে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন কলেজে পরিচালন সমিতির সভাপতি বিক্রমচন্দ্র প্রধান। কলেজের অধ্যক্ষ ডঃপবিত্র কুমার মিশ্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃন্ময় প্রমাণিক। এছাড়াও কলেজের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
এপর ‘দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর’ এই উপলক্ষে বিদ্যাসাগর কে কেন্দ্র করে একটি সেমিনারের আয়োজন করা হয় (আলোচ্য বিষয়- হাডসন সাহেবের তৈলচিত্র ও প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হাওয়া বাড়ি)।
আরও পড়ুনঃ বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে পদযাত্রা
প্রধান বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালযের অধ্যাপক মৃণ্ময় প্রমানিক। এছাড়াও জর্জ.এ.গ্রিয়ারসন এর ‘মেদিনীপুর জেলায় গুজরাটি উপভাষার সাধন’ নামক পুস্তকের ও ‘বিদ্যাসাগরের নামাঙ্কিত একটি গ্যালারি ‘ উদ্বোধিত হয় এদিন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584