মীর রাকেশ রৌশান,মুর্শিদাবাদ:
ইংরেজীতে দুর্বল, বিবাহিত, দারিদ্রের করাল গ্রাসে দীর্ণ এই রকম হাজারো সংশয়। কিন্তু আছে এক বুক স্বপ্ন – আগামী দিনের প্রসাশক হওয়ার।দেশ- রাজ্য পরিচালনার।এই স্বপ্নে উড়ান দিতে মঞ্চে উপবিষ্ট স্ব স্ব ক্ষেত্রে সফল এক ঝাঁক নবীন তরুন প্রসাশক।আর আছেন প্রখ্যাত সিভিল সার্ভিস প্রশিক্ষক এবং অ্যাসিট্যান্ট কমিশনার স্টেট জি এস টি আধিকারিক শ্রী সামীম সরকার।
কোন জ্ঞান গম্ভীর আলোচনা নয় একদম প্রত্যহিক জীবনের হাজারো সমস্যাকে অতিক্রম করে কিভাবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনের চেয়ার জয় করে নেবে তাঁরই পথ প্রদর্শন করে চলেছেন সহজ সরল বাচনভঙ্গিতে।সারগাছি রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়াম হল তখন কানায় কানায় পূর্ণ।আজ 17 ই সেপ্টেম্বর দুপুর একটা শুরু হওয়া প্রতিযোগিতা মূলক সরকারী চাকরীর পরীক্ষায় সফলতায় দরজায় পৌঁছে দিতে বিনামূল্যে আয়োজিত সেমিনার ও কর্মশালা এই ভাবেই সম্পন্ন হলো।সারগাছি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আয়োজিত এই সেমিনার ও কর্মশালার উদ্বোধন করেন সারাগাছি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দজী।এই সেমিনারে প্রতিযোগিতা মূলক সরকারী চাকরীর পরীক্ষায় সাফল্যের পথনির্দেশ করতে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রাক্তণ ছাত্র ও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত সফল প্রশাসক শ্রী অর্নিবাণ মজুমদার ও সুরজ সেখ এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আধীনে কর্মরত আধিকারিক পিযুষ খাঁ, অভিজিৎ স্যানাল ও সঞ্জীব ঘোষ।
আগামী দিনে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে দরিদ্র ছাত্র ছাত্রীদের সফল প্রশাসক হিসাবে গড়ে তুলতে বদ্ধ পরিকর অর্নিবান বাবুদের মতো সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রাক্তণ ছাত্র ও যোগ্য আধিকারিকরা।দারিদ্র্যদীর্ণ পিছিয়ে পড়া এই জেলায় এই ধরনের উদ্যোগ স্বপ্ন দেখাচ্ছে সর্বস্তরের চাকরী প্রার্থী পরীক্ষার্থীদের।
নিউজ ফ্রন্টের প্রতিবেদকের ক্যামেরায় ধরা পড়েছে সেই রকম এক চাকরীপ্রার্থীর আবেদনপ্রত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584