ইমাম সাফি,নিউ দিল্লি
ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে দিল্লির আন্তর্জাতিক হলে “সংবিধান পুনঃপ্রতিষ্ঠা: ধর্মীয় স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা” বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয় ।এই সেমিনার উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট দ্বিশান দেভ।
এছাড়া উপস্থিত ছিলেন জেএনইউ-এর অধ্যাপক গাজা জামিল, জেএনইউ-এর ছাত্র নেতা উমার খালিদ, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতি পিভি শুয়াইব প্রমুখ।
অ্যাডভোকেট দ্বিশান দেব বলেন ,সংবিধানের পুনর্নির্মাণের পরিবর্তে পুনর্বিন্যাস করা করা জরুরি।সাম্প্রতিক কালে সংবিধানের পতন লক্ষ করা যাচ্ছে । শেষ ভাষণে ক্যাম্পাস ফ্রন্টের জাতীয় সভাপতি পিভি শুয়াইব বলেন বর্তমানে ভারতে মানুষ বিভিন্নভাবে তার মৌলিক অধিকার ও ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ।নব মুসলিম হাদিয়া ইচ্ছাকৃত ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করা স্বত্তেও তাকে গৃহবন্দী করে রাখা হচ্ছে অথচ বর্তমান সুশীল সমাজ ও নারীবাদীরা এই বিষয়টি নিয়ে নীরব ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584