মোমো সচেতনতা প্রসারে সেমিনার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের

0
85

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মারণ গেম মোমো সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে সেমিনার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।বৃহস্পতিবার মেদিনীপুর কোতওয়ালী থানার উদ্যোগে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সেমিনার হলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে মোমো গেম সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হয় ছাত্রছাত্রীদের।এই গেমের উৎপত্তি কোথা থেকে?গেমটি তৈরী করেছে কোন দেশের কোন ব্যক্তি?এই গেমটি খেলার জন্য কাদের টার্গেট করা হচ্ছে । তেমনই এই গেমটির লিঙ্ক কারো কাছে এলে তার সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের লোকেদের জানানো এবং পুলিশের সাহায্য নেওয়ারও আবেদন জানানো হয়। অহেতুক এই গেমটি নিয়ে আতঙ্কিত না হওয়ার কথাও বলেন শিবিরে উপস্থিত পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য, গত মাস খানেক ধরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এই মোমো গেমের ফাঁদে পড়েছে একাধিক যুবক যুবতি । অনেকে ভয়ে এই গেমের কথা বলতে না পারায় তাদের মানসিক ভাবে বিপর্যস্ত হতেও দেখা গেছে।অনেককে শরণাপন্ন হতে হয়েছে চিকিৎসকের।এই গেম যাতে নতুন করে যুবক যুবতিদের কাছে গেলেও তারা কড়া হাতে তার প্রতিরোধ করতে পারে,তার জন্যই পুলিশের এই সচেতনতা শিবির বলে জানান উপস্থিত পুলিশ আধিকারিকরা।এদিনের শিবিরে শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। শিবিরে উপস্থিত ছিলেন ডি এস পি(এ ডি এম) দেবশ্রী স্যানাল, কোতওয়ালী থানার আই সি হীরক বিশ্বাস, তরুন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুনঃ স্বাস্থ্যহানি দক্ষিণ দিনাজপুরের ব্রিজ গুলিরও

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here