নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম সচেতন নাগরিক মঞ্চের ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম শহরের বলাকা মঞ্চে অনুষ্ঠিত হলো প্লাস্টিক দূষণ রোধ ও প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার বিষয়ক আলোচনা সভা।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্লাস্টিক পুনর্ব্যবহার বিষয়ে নতুন পথের দিশারী এবং ভারতীয় সেনাবাহিনীর ব্যবহারযোগ্য কম ওজনের ব্রুলেটপ্রুফ জ্যাকেটের উদ্ভাবক বিজ্ঞানী ড.শান্তনু ভৌমিক। উপস্থিত অতিথিদের সমবেত প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
আরও পড়ুনঃ আইসিডিএস কর্মী ইউনিয়নের জেলা সম্মেলন
উদ্বোধনী পর্বে হাজির ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম,শিক্ষারত্ন অমৃত নন্দী, ঝাড়গ্রাম ঋষিপূরম মাঠের উপাবর্তন মহারাজ ও সৌবস্তিক মহারাজ। ঝাড়গ্রাম শহরের দেড় শতাধিক পরিবেশ প্রেমীর পাশাপাশি উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584