নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বিশ্ব মানবাধিকার দিবসের পাক্কালে স্কুল পড়ুয়াদের নিয়ে এক সেমিনারের মাধ্যমে সচেতনতার বার্তা তুলে ধরার জন্য এগিয়ে এলো এক সেচ্ছাসেবী সংস্থা।সংস্থার উদ্যোগে এদিন মহিষাদল ব্লকের বাগদাপুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়াদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।পাশাপাশি সংস্থার উদ্যোগে স্কুলের প্রত্যেক পড়ুয়াদের হাতে পঠনপাঠনের সামগ্রি তুলে দেওয়া হয়।সেই সাথে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হাতেও নতুন বছরের উপহার তুলে দেওয়া হয়।স্কুলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিশুদ্ধ পানীয় জলের জন্য একটি ওয়াটার ফিল্টার মেশিন প্রদান করা হয়।
সংস্থার পক্ষ থেকে আইনজীবী অভিজিৎ রায় বিশ্ব মানবাধিকার দিবসের বিষয় নিয়ে নানা তথ্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন।বাগদাপুর প্রাথমিক স্কুলের শিক্ষক অরিজিৎ বসু সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান।সংস্থার অন্যতম আধিকারিক চন্দন ভুঁইয়া বলেন,”সংস্থার পক্ষ থেকে বিশেষ বিশেষ দিনে আমরা পিছিয়ে পড়া মানুষ ও প্রতিষ্ঠানের পাশে থেকে তাদের পাশে থাকতে চাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584