সুদীপ পাল, বর্ধমানঃ
একটি জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের লোগো ব্যবহার করে ব্রেকিং নিউজের নামে মেমারিতে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ান এক প্রৌঢ়। খবর আসে জেলা পুলিশের কাছেও।

তারপর যুদ্ধকালীন তৎপরতায় জেলা পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম বিভাগ তদন্তে নামে বিষয়টির। এই খবর সোশ্যাল মিডিয়ায় দেখে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জেলা প্রশাসনের নজরে আনা হয় বিষয়টি। তারপরেই শুরু হয় তদন্ত। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে এটি সম্পূর্ন গুজব।
আরও পড়ুনঃ সংক্রমণ ঠেকাতে সীমান্তে, ভক্তদের জন্য বন্ধ মন্দিরের ফটক
গুজব ছড়িয়েছে শম্ভুনাথ পান নামে এক প্রৌঢ়। শম্ভুনাথবাবুর বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। অভিযুক্ত বর্ধমান শহরের মুচিপাড়া এলাকার বাসিন্দা। যদিও পুলিশের সামনে তিনি দাবি করেন, তিনিও এই পোস্টটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছিলেন। সত্যতা যাচাই না করে তিনিও পোস্ট করেন।
প্রশাসনের তরফ থেকে যখন বারবার বলা হচ্ছে গুজবে কান না দেওয়ার জন্য তখন এক প্রৌঢ় ব্যক্তির এ ধরনের আচরণে স্পষ্টতই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584