চোদ্দ শতাংশ বুথ অতি স্পর্শকাতর পূর্ববর্ধমানে

0
79

শ্যামল রায়,বর্ধমানঃ
ত্রিস্তরী ও পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার ১৪% বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। জেলায় মোট ২৮১৫ বুথে ভোট হচ্ছে। এরমধ্যে৪১৫ বুথকে অতি স্পর্শকাতর বুথ হিসাবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। জেলার মধ্যে সবথেকে কম স্পর্শকাতর’ বুথগুলো হল
কালনা ১ ও ২ ব্লক পূর্বস্থলী ১ ও ২ ব্লক।
কালনা ও পূর্বস্থলীর বেশিরভাগ বুথকে সাধারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
তবে আরও জানা গিয়েছে যে জেলার ভাতার মেমারি ও জামালপুরের প্রায় ৮৪ টি বুথকে অতি স্পর্শকাতর বা বিপদজনক বুথ বলে গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিয়েছে জেলা পুলিশকে।

ভোট গ্রহনের পথে তল্পি তল্পা নিয়ে কর্মীরা।নিজস্ব চিত্র

তাই ঐসব বোধগুলোকে বিশেষ নজরদারি শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে।
জেলা পুলিশ সুপার কোনাল আগারওয়াল জানিয়েছেন যে ভোটের জন্য এসব বুথেই থাকছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সশস্ত্র পুলিশ।
তবে যেসব ভোটগ্রহন কেন্দ্রে ভোট কর্মীরা যাচ্ছেন জানা গিয়েছে একজন মাত্র বন্দুকধারী পুলিশ আর একজন সিভিক পুলিশ থাকবেন। তবে এই অল্প সংখ্যক পুলিশের জন্য অনেকেই মনে মনে ক্ষোভ প্রকাশ করছেন। তবে ভোট কর্মী থেকে শুরু করে পুলিশ সবাই বলছেন যে ভোটগ্রহণ কেন্দ্রে আমরা সেরকম একটা উচ্চবাচ্য করব না। শুধু একটি কথাই বলা হবে যে আপনারা অশান্তি বা গন্ডগোল না করে যা ইচ্ছা তাই করুন। এমনটাই জানা গিয়েছে ভোট কর্মীদের তরফ থেকে।

নিরাপত্তা যাদের হাতে।নিজস্ব চিত্র

এছাড়াও জেলার প্রায় কুড়ি শতাংশ স্পর্শকাতর’ ভূতের জন্যও থাকছে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ মানুষ তাদের ভোটাররা যাতে নিরাপদে তাদের মত দান করতে পারেন তার নিশ্চয়তা দিতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং সমস্ত গ্রহণ কেন্দ্রে থাকে পুলিশের টহলদারি।
জেলায় মোট বুথের সংখ্যা ৩৮১৫টি। সোমবার ভোট হচ্ছে না ২০১৫ বুথে।
ভোটের জন্য কলকাতা পুলিশ থেকে ভোটের জন্য কলকাতা পুলিশ থেকে তারা 7 কোম্পানি সশস্ত্র পুলিশ পেয়েছেন এছাড়াও অন্ধ্রপ্রদেশ থেকে আসছে দেড় কোমপানী সশস্ত্র পুলিশ।
পূর্বস্থলী এক নম্বর ব্লকে মোট বুথের সংখ্যা হল ১৭৮টি। ভোট কর্মী ৭০৮ জন। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ্য৬১ হাজার ৪৫৯ জন। এর মধ্যে মহিলা ভোটার৭৭হাজার ৬৯৯জন। পুরুষ ভোটার হল ৮৩ হাজার ৭৬০ জন । সেক্টরে সংখ্যা হল১৮টি । স্পর্ষকাতর বুথের সংখ্যা হল২৫টি। সাধারণ ভূতের সংখ্যা হল ১৫৩টি। সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষপেন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট কর্মীরা তাদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বুঝে নেওয়ার প্রক্রিয়া।নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমান জেলায়৩২৩৪টি  গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা। পঞ্চায়েত সমিতির সংখ্যা ৬১৮টি। জেলা পরিষদের আসন সংখ্যা৫৮টি  জিলায় মোট  বুথের সংখ্যা হল ৩৮৩০ টি। পোলিং স্টেশনের সংখ্যা২৬৫৯টি। জেলায় মোট ভোটার সংখ্যা ৩১ লক্ষ্য৮০ হাজার৭৬১জন।
জেলা প্রশাসন সূত্রে আরো জানা গিয়েছে যে২০৯৬ জন সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী হয়েছে। সমিতির সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে  ৩৯৬  জন। এছাড়াও জেলা পরিষদের ১৭ জন সদস্য বিনা পত্রিকায় জয়ী হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here