শিল্পী স্বপন বসুকে নিয়ে ‘জার্নি’র সপ্তম পর্ব

0
62

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মুক্তির পথে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অরিজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ জার্নির সপ্তম পর্ব। জানা গিয়েছে, এই গোটা সিরিজের সপ্তম এপিসোডটির শুটিং হয়েছে ভারতে লকডাউনের আগেই, মার্চ মাসে।সপ্তম পর্বে আসতে চলেছেন লোকসঙ্গীত জগতের প্রবীণ শিল্পী স্বপন বসু।

web series | newsfront.co

প্রসঙ্গত, শিল্পী স্বপন বসু, ১৯৭৯ সালে নিজের পড়াশুনা শেষ করার অনেক আগে থেকেই শুরু করেন গানের সঙ্গে পথচলা। তিনি দূরদর্শন কলকাতা কেন্দ্রে রেগুলার আর্টিস্ট হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে ওই বছরই লোকসঙ্গীতে ‘অল ইন্ডিয়া রেডিও’তে নির্বাচিত হন।

Swapan Bose | newsfront.co
স্বপন বসু

স্বপন বসু শুধু লোকসঙ্গীতের জন্যই বিখ্যাত নন, গ্রামীণ ভারতের বহু অপ্রচলিত গান মানুষের সামনে তুলে ধরেছেন তিনি। যেগুলি সচরাচর শোনা যায় না। এমনকী তাঁর এই দক্ষতার জন্য তিনি ১৯৮১ সালে লোকসঙ্গীতের জন্য জাতীয় বৃত্তিও পান ভারত সরকারের কাছ থেকে।

আরও পড়ুনঃ রথীজিতের গানের প্রশংসায় পঞ্চমুখ সোনু নিগম

তারপর ১৯৮১, ১৯৮৪, ১৯৮৭, ১৯৯১ ও ১৯৯২ থেকে আজ পর্যন্ত, তাঁর বিশেষ এই প্রতিভা ও নিষ্ঠার জন্য বহু জায়গায় পুরষ্কৃত হয়ে চলেছেন তিনি। এহেন স্বপন বসুর সাধারণ থেকে অসামান্য এবং অসাধারণ হয়ে ওঠার অনেক না জানা গল্প নিয়েই জার্নির এই সপ্তম পর্ব বলে জানিয়েছেন পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে মুক্তি পেল শর্ট ফিল্ম ‘জয় হিন্দ’

আগামী ৩০ অগাস্ট অর্থাৎ রবিবার সেই পর্ব প্রকাশিত হবে অরিজিৎ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
এই পর্বের চিত্রনাট্য করেছেন তন্ময় দে। প্রযোজনা নিয়ন্ত্রণে মুক্তিপদ মণ্ডল। সম্পাদনা ও প্রোমোশন করেছেন অনিকেত রায়চৌধুরী। চিত্রগ্রহণে রয়েছেন অরুন সরকার। পরিচালনায় অরিজিৎ মুখোপাধ্যায় ও প্রযোজনা অরিজিৎ অফিসিয়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here