নিজস্ব সংবাদদাতা, কালনাঃ
এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে খুনের ঘটনায় দুষ্কৃতি কামারুজ্জামান সরকার ওরফে ‘চেন কিলার’কে সোমবার মৃত্যুদণ্ডের সাজা দিল কালনা আদালত। এদিন এই সাজা ঘোষণা করেন কালনা আদালতের বিচারক। মেয়ের ধর্ষক ও খুনির ফাঁসির সাজা হওয়ায় খুশি মৃতার পরিবার।
উল্লেখ্য, কামারুজ্জামানের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। তারমধ্যে একটি মামলার সাজা হল এদিন। বাকি মামলাগুলি এখনও আদালতের বিচারাধীন। মিটার রিডিং দেখতে এসেছি বলে বাড়িতে ঢুকতো চেনম্যান কামরুজ্জামান। বাড়িতে মহিলারা একা আছে বুঝে অপারেশন চালাতো সে।
আরও পড়ুনঃ পুলিশ হেফাজত সিরিয়াল কিলার কামরুজ্জামানের, ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের
মোটর সাইকেলে এসে বিদ্যুৎ দফতরের কর্মী পরিচয় দিয়ে অনায়াসে বাড়িতে ঢুকে যেত। একা থাকা মহিলা পিছু ঘুরলেই সঙ্গে থাকা চেন পিছন থেকে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করতো ওই কুখ্যাত দুষ্কৃতি। এরপর তার ওপর বিকৃত যৌন লালসা মিটিয়ে হাতের কাছে টাকা গয়না যা কিছু পেত তা নিয়ে চম্পট দিত। দীর্ঘদিন ধরেই চুরির ঘটনায় জড়িত ছিল চেন কিলার কামারুজ্জামান।
হুগলির বলাগড়ে চুরির অভিযোগে ধরা পড়ে গনধোলাই খেয়েছিল সে। গত বছর কালনা মহকুমা জুড়ে একই কায়দায় একের পর এক মহিলা খুনের ঘটনায় অস্বস্তিতে পড়ে পুলিশ। আততায়ীর হদিশ পেতে বিশেষ টিম তৈরি হয়। আটঘাঁট তল্লাশি শুরু করে পুলিশ। শেষপর্যন্ত চিরুণি তল্লাশির পর বুলবুলি তলা ফাঁড়ি এলাকায় সে ধরা পড়ে এই কুখ্যাত চেন কিলার কামারুজ্জামান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584