জমি দখলকে কেন্দ্র করে বিবাদে গুরুতর আহত প্রৌঢ়

0
65

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে জমি দখল করা হচ্ছিলো,প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন এক প্রৌঢ়।তাকে বাঁচাতে গিয়ে অভিযুক্তদের হাতে আক্রান্ত হয় তাঁর দুই ভাইপো।আক্রান্ত প্রৌঢ় বর্তমানে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

আহত বৃদ্ধ। নিজস্ব চিত্র

আহত দুই ভাইপোর চিকিৎসা চলছে চাঁচোল গ্রামীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে চাঁচোল থানার জালালপুর অঞ্চলের দামাইপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রৌঢ়ের নাম, এস্তাব আলী(৬১),ভাইপো রুহুল আমিন(২৬) ও শিশমহম্মদ(২৫)।অভিযুক্ত প্রতিবেশী ওবাইদুল্লা, সানাউল্লাহ সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের।জানা গিয়েছে, না বলে এস্তাব আলীর বাঁশের ঝার থেকে বাঁশ কেটে জায়গাটি দখল করার চেষ্টা করছিল অভিযুক্তরা।মোট ৮ শতক জমি নিয়ে গন্ডগোল।বাঁশ কাটার প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা চড়াও হয় এস্তাব আলীর উপর।কাকাকে বাঁচাতে গেলে অভিযুক্তদের হাতে আক্রান্ত হয় দুই ভাইপো।গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে পরিজনেরা।শারিরীক অবস্থার অবনতি হওয়ায় প্রৌঢ়কে স্থানান্তর করা হয় মালদহ মেডিকেলে কলেজ ও হাসপাতালে।বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে।এই ঘটনায় চাঁচোল থানায় ৭জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্তরা পলাতক।চাঁচোল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here