হরষিত সিংহ,মালদহঃ
পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক পরিবারের মহিলা সহ তিন জন। বৃহস্পতিবার রাতে মালদহের ইংরেজবাজার শহরের কুলদীপ মিশ্র কলোনিতে ঘটনাটি ঘটেছে৷আহতদের মধ্যে একজন গুরুতর জখম আবস্থায় মালদহ মেডিকেলে চিকিৎসাধীন৷তবে এই ঘটনায় এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি৷
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গিয়েছে শহরের
কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা দিলীপ দাস৷ দিলীপবাবু পেশায় কাঠমিস্ত্রি৷ তাঁর ছেলে তরুণ দাসও একই পেশায় যুক্ত৷অভিযোগ, প্রায় ছয় বছর আগে দিলীপবাবুরা এলাকারই এক বাসিন্দা দুলাল দাসের বাড়িতে কাঠের কিছু কাজ করেছিলেন৷সেই কাজের ছয় হাজার টাকা এখন বাকি রয়েছে।বৃহস্পতিবার সকালে সেই বকেয়া টাকা চাইতে ফের দুলালের বাড়ি যান দিলীপবাবুর স্ত্রী পূর্ণিমাদেবী৷অভিযোগ বকেয়া টাকা চাইলে দুলাল ও তার বাড়ির লোকজন নাকি তাঁকে মারধর করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়৷কাজ সেরে সন্ধেয় স্বামী ঘরে ফিরে এলে পূর্ণিমাদেবী তাঁকে সব খুলে বলেন৷ ঘটনা জানতে পেরেই দুলালের বাড়িতে যান দিলীপবাবু৷তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর শুরু করে দুলাল ও তার দুই ছেলে গোপি ও কিষাণ৷ ঘটনাটি জানতে পেরে বাবাকে বাঁচাতে দুলালের বাড়িতে ছুটে যান তরুণ৷ সেই সময় ইট দিয়ে তাঁর মাথার পিছনে মারা হয় বলে অভিযোগ৷এলাকার বাসিন্দারা দ্রুত তরুণকে মালদহ মেডিকেল কেলেজে ভর্তি করেন৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন৷
আরও পড়ুনঃ জমি বাড়ির মালিকানা না দেওয়ায় শ্বশুরকে মারধর বৌমার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584