ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আমেরিকার নোভাভ্যাক্স সংস্থার তৈরি শিশুদের কোভিড টিকা ‘কোভোভ্যাক্স’ ভারতে প্রস্তুত করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। কোভিশিল্ডের পর এটি দ্বিতীয় কোভিড টিকা যা প্রস্তুত করছে সেরাম ইনস্টিটিউট। প্রথম পর্বের ট্রায়ালের পরে এবার দ্বিতীয় ও তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে তারা ।
১২-১৭ বছর বয়সি মোট ৯২০ জনের উপর এই ট্রায়াল চালানো হবে বলে জানা গিয়েছে সংস্থা সূত্রে। শিশুদের এই টিকার ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোলার এন্ড জেনারেল অফ ইন্ডিয়ার ( ডিসিজিআই) এর কাছে আবেদন জানিয়েছে সেরাম।
আরও পড়ুনঃ মাস্ক পরা নিয়ে বিতর্কের জেরে গ্রাহককে গুলি ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের
সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানান আগামী মাস থেকে দেশের ১০টি জায়গায় এই ট্রায়াল চালানো হবে। তার জন্য ডিসিজিআই-এর অনুমোদন চেয়েছে সেরাম। প্রথমে ১২-১৭ বছর বয়সিদের উপর এই ট্রায়াল চালানো হবে। তার পরের পর্বের ট্রায়াল চালানো হবে ২-১১ বছর বয়সিদের ওপর।
সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও জানিয়েছেন “নতুন মাইলস্টোনে পৌঁছেছি আমরা। এ সপ্তাহে পুণেতে কোভোভ্যাক্স-এর প্রথম ব্যাচ তৈরি হবে। ভাবতেই খুব ভাল লাগছে যে আমাদের সংস্থা শিশুদের জন্য টিকা উৎপাদন করতে চলেছে।” পুনাওয়ালার দাবি, শিশুদের জন্য তৈরি এই টিকা অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন , ১৮ বছরের কম বয়সিদের অনেক বেশি সুরক্ষিত রাখবে এই ‘ কোভোভ্যাক্স’ টিকা।
শুধুমাত্র সেরাম ইনস্টিটিউট-ই নয়, শিশুদের টিকা তৈরি করছে হায়দরাবাদের ভারত বায়োটেক এবং আমদাবাদের জাইডাস ক্যাডিলা। ১২-১৮ বছর বয়সিদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করে দিয়েছে ভারত বায়োটেক। ইনজেকশনের মাধ্যমে টিকা ছাড়াও নেসাল কোভিড টিকারও ট্রায়াল চালাচ্ছে তারা। জাইডাস ক্যাডিলার তৈরি টিকারও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ১২-১৮ বছর বয়সিদের ক্ষেত্রে, এর পর তারা ৫-১২ বছর বয়সিদের ক্ষেত্রেও ট্রায়ালের দিকে এগোচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584