নিরাপত্তারক্ষী প্রত্যাখ্যান কংগ্রেস বিধায়কের

0
178

পিয়ালী দাস,বীরভূমঃ

mla rejects security guard
নিরাপত্তারক্ষী বিষয়ক বৈঠক।নিজস্ব চিত্র

গতকালই বাড়ানো হয়েছিল বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী নিরাপত্তারক্ষী।এরপর আজ বীরভূমের সমস্ত বিধায়ক এবং যে সমস্ত কর্মাধ্যক্ষ ও ব্লক সভাপতিরা নিরাপত্তা পান তাদেরকে নিয়ে একটি বৈঠক করলেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং।আজ দুপুর দেড়টা নাগাদ পুলিশ সুপারের অফিসে বৈঠক করেন বিধায়ক ব্লক সভাপতি ও কর্মাধ্যক্ষরা।যদিও সিউড়ি বিধানসভার বিধায়ক অশোক চ্যাটার্জী ছাড়া আর কোন বিধায়ক উপস্থিত ছিলেন না এই বৈঠকে।উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক অশোক চ্যাটার্জী,রাজনগরের ব্লক সভাপতি সুকুমার সাধু, লাভপুরের ব্লক সভাপতি তরুণ ভট্টাচার্য,বীরভূম জেলা কমিটির সদস্য মান্নান হোসেন,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান এবং নিজের শরীরে আসতে না পারায় প্রতিনিধি পাঠিয়েছিলেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নিলাবতি সাহা।
অপরদিকে বীরভূমের কংগ্রেস থেকে জেতা হাসান বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক মিল্টন রশিদ জানান তার দেহরক্ষীর প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ ট্রাফিক নিয়ম ভাঙলে কার্ড সোয়াইপ করে জরিমানা আদায়

দেহরক্ষীর প্রয়োজন রয়েছে বাংলার মানুষের, বাংলার মানুষকে যেদিন নিরাপত্তা দিতে পারবে পশ্চিমবঙ্গ সরকার সেদিন জানবো আমার নিরাপত্তার রয়েছে।পাশাপাশি তিনি জানান জনপ্রতিনিধি হিসেবে নিরাপত্তারক্ষী নিতে আমার লজ্জা লাগে।প্রসঙ্গত তিনি প্রথম থেকেই কোন নিরাপত্তা রক্ষী নেননি।নিরাপত্তার এই বৈঠকে হাজির হন নি নানুরের সিপিএম এর বিধায়ক শ্যামলী হাজরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here