মন্দিরের পাশেই মদের দোকান,উদ্বোধনের আগেই তালা ঝুলিয়ে বিক্ষোভ

0
50

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

wine shop beside of mandir.jpeg
ঝাপ দিয়েছে নামিয়ে।নিজস্ব চিত্র

উদ্বোধনের পূর্বেই মদ দোকানে তালা লাগিয়ে রাস্তায় বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪পরগনার বকুলতলা থানার পদুয়া ঘোষালের চক এলাকায়।

wine shop beside of mandir
নিজস্ব চিত্র

এলাকার মানুষের অভিযোগ,জনবহুল এলাকা এবং মন্দিরের একশো মিটারের মধ্যে বেআইনি ভাবে মদ দোকান করেছে এক ব্যবসায়ী এবং আজ তার উদ্বোধন।

আরও পড়ুন: মদের দোকানের লাইসেন্সের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা

wine shop beside of mandir
অবরোধ।নিজস্ব চিত্র
wine shop beside of mandir
আবীর আলি মল্লিক,আন্দোলনকারী।নিজস্ব চিত্র

কিন্তু এই দোকান শুরু হলে এলাকার পরিবেশ নষ্ট হবে তাই এলাকায় মানুষ দক্ষিন বারাসত থেকে মহিষ মারি যাওয়ার রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করতে শুরু করে।

wine shop beside of mandir
জয়া মন্ডল,স্থানীয় গৃহবধূ।নিজস্ব চিত্র

গ্রামের মহিলারা ঝাঁটা উঁচিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।প্রায় দু’ঘন্টা অবরোধ চলার পর বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here