রবার গাছ থেকে লেটেক্স সংগ্রহের কর্মশালা

0
160

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

latest collection from rubber tree
হাতে কলমে।নিজস্ব চিত্র

ভারতীয় রবার বোর্ডের পক্ষ থেকে ও কালচিনি বিডিসিএ এফ পিও নামক সংস্থার সহযোগিতায় আজ থেকে কালচিনি ব্লকের মেন্দাবাড়ী গ্রামপঞ্চায়েত অর্ন্তগত বামুনপাড়া এলাকায় শুরু হল রবার গাছ থেকে লেটেক্স বের করা প্রশিক্ষণ শিবির আট দিন ব‍্যাপী চলবে এই প্রশিক্ষণ কালচিনি ব্লকের মোট ১৫ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

latest collection from rubber tree
নিজস্ব চিত্র
latest collection from rubber tree
প্রশিক্ষণ।নিজস্ব চিত্র

উল্লেখ্য কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় বহু চাষী রবার গাছের চাষ হয়েছে কিন্ত দক্ষ শ্রমিক ও প্রশিক্ষণ অভাবে এতদিন যাবৎধরে তারা উপার্জন করতে পারছিলেন না কেননা তারা রবার গাছ থেকে কি প্রকারে লেটেক্স বের করবে তার প্রশিক্ষণ নেই তাই এই বিষয়ে রবার বোর্ডের কাছে অভিযোগ করা হয়েছিল ।

আরও পড়ুনঃ পূর্বস্থলীর ইন্দ্রনী গাছের সেবা করে হয়ে উঠেছেন বৃক্ষমাতা তরুদি

latest collection from rubber tree
আনন্দ লামা।নিজস্ব চিত্র

রবার বোর্ড থেকে এই এলাকার মানুষদের প্রশিক্ষণ এর ব‍্যবস্থা করা হয় ।আজকের প্রশিক্ষণ শিবিরের উপস্থিত ছিলেন রবার বোর্ড রিজিওনাল কারয‍্যালয় কাজলগাও অসমের প্রশিক্ষক অশ্বিনী সাংমা ও রবার বোর্ড উত্তরবঙ্গ ফিল্ড অফিসার(F.O) আনন্দ লামা এবং বিডিসিএ এফ পিও সম্পাদক বিনয় নার্জিনারী ।

latest collection from rubber tree
অশ্বিনী সাংমা।নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here