তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ে “সংস্কৃত ভারতীর” উদ্যোগে সাতদিন ব্যাপী সমস্ত স্তরের আগ্রহী ছাত্র ছাত্রীদের নিয়ে চলছে সংস্কৃত শিবির । সাতদিন চলা এই শিবিরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে আগত বহু ছাত্র ছাত্রীরা সংস্কৃত শেখার উদ্দেশ্যে যোগদান করেছে।
ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন ও সমৃদ্ধ ভাষা সংস্কৃত ভাষাকে সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরতে সামাজিক সংগঠন “সংস্কৃত ভারতী” বহু বছর ধরে বিভিন্ন জেলায় সংস্কৃত প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করে চলছেন।
সংস্কৃত ভারতীর উদ্যোগে সাতদিন ব্যাপী এই প্রশিক্ষণ চলবে ১৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রায়গঞ্জে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ২০০ জনের ও বেশি শিক্ষাথীরা অংশ নেন এই অনুষ্ঠানে। কার্যক্রমে উপস্থিত ছিলেন মালদা স্কুলের শিক্ষক জয় সাহা, গাজল স্কুলের শিক্ষিকা তাপসী মন্ডল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত মহলা, শিক্ষিকা কৃষ্ণপ্রিয়া হাতি,
ষষ্ঠী দাস, ভাস্কর ঘোষ, বনশ্রী সাহা, রত্না বারিকদার, তাপস কুমার রায়, সুমন্ত প্রামাণিক, পঙ্কজ বসাক, প্রদীপ কুমার বর্মন, তাপস সাহা সহ, স্নিগ্ধ পোদ্দার সহ প্রমুখ শিক্ষক শিক্ষিকা।
সংস্কৃত শিবিরের সংযোজক জয় সাহা বলেন “সংস্কৃত ভারতী” সংস্কৃতকে জনভাষা বানানোর জন্য বহু বছর থেকে কাজ করে আসছে এই শিবির। এই উদ্দেশ্যেই এই প্রশিক্ষণ বর্গের আয়োজন। এই প্রশিক্ষণে বিভিন্ন প্রকার শিক্ষন সত্র ও যোগাসন সত্র চলে সকাল ৫ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত।
আরও পড়ুনঃ দাঁতনে তৃণমূলের বিজয়া সম্মিলনী
এখানে প্রশিক্ষণার্থী কথা বলেন সংস্কৃত ভাষায় প্রশিক্ষণে বিশেষত্ব এটাই। শিবিরের আকর্ষণ কেন্দ্র থাকবে সংস্কৃত বিজ্ঞান প্রদর্শনী ও বস্তু প্রদর্শনী। যা নিঃসন্দেহেই মানুষকে আকর্ষণ করে । প্রশিক্ষণ বর্গ থেকে সংস্কৃত শেখার পর নিজের নিজের এলাকায় গিয়ে বিনামূল্যে ১০ দিবসীয় ২ ঘন্টার সংস্কৃত শেখানোর শিবিরের আয়োজন করতে হবে বলে এদিন জানান জয় সাহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584